পীরগাছায় নিরাপদ রক্তদানের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

পীরগাছা রংপুর  প্রতিনিধি-
“বিয়ের আগেই থ্যালাসেমিয়া পরীক্ষা করি, থ্যালাসেমিয়া মুক্ত জীবন গড়ি বা ‘গর্ভবতী মায়ের জন্য আগে থেকেই দুইজন রক্তদাতা প্রস্তুত রাখি’ এই শ্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগাছায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুরে পীরগাছা মহিলা কলেজ চত্ত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ রক্তদান ও সমাজসেবা ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম নজরুল ইসলামের পরিচালনায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন পীরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ শরীফুজ্জামান।বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক আব্দুস ছালাম, আমিন উল্ল্যাহ, শ্যামল কুমার, শহিদুল ইসলাম, প্রদর্শক সঞ্জিব কুমার মোহন্ত, প্রভাষক আশরাফুল ইসলাম, পীরগাছা সরকারি কলেজের প্রভাষক মারুফ হোসেন, সাঁটলিপি কলেজের প্রভাষক আনিছুর রহমান বাবু, পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একরামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার, সংগঠক মোহন মিয়া প্রমুখ।দিনব্যাপী পীরগাছা মহিলা কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর সংগঠনের পক্ষ থেকে ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * পীরগাছায় নিরাপদ রক্তদানের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত