পীরগাছায় তারেক রহমানের ৩১দফা নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়
পীরগাছা রংপুর প্রতিনিধি :
রংপুরের পীরগাছায় সাধারণ শিক্ষার্থীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মতবিনিময় করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।রোববার দুপুরে পীরগাছা মহিলা কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে জেলা, উপজেলা, ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ সঙ্গে ছিলেন। এর আগে উপজেলার অন্যান্য কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তারা।মতবিনিময়কালে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এমএম মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান ও তাইজুল ইসলাম খান, জেলা ছাত্রদলের আহবায়ক শরিফ নেওয়াজ জোহা, উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন ও সদস্য সচিব মোফাচ্ছেরুল ইসলাম মিলন, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম মিঠু, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক প্রান্তিক প্রমুখ।
বক্তারা বলেন, রাষ্ট্রের অধিকার আর মালিকানা ফিরিয়ে দিতে প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপক্ষে ও অংশগ্রহণমূলক নির্বাচনে গণতান্ত্রিক শক্তির জয়লাভ। আর এরই পূর্বশর্ত অগণতান্ত্রিক ফ্যাসিষ্ট সরকার অপসারণের আন্দোলনে সফলতা পরবর্তীতে সেই আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি ‘জনকল্যাণমূলক’ জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করা। সরকারের প্রাথমিক কাজ হবে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো মেরামত ও পুনর্গঠন।