শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

ভোলায় শহীদ আবু সাঈদ নামে নাটকের শুটিং চলছে।

ভোলা; বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই বিপ্লবে নিহত প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে একটি নাটকের শুটিং চলছে দ্বীপ জেলা ভোলায়।
জাফর আল মামুন পরিচালিত নাটকটিতে আবু সাঈদ চরিত্রে অভিনয় করেছেন ভোলার কৃতি সন্তান মো.এমরান নায়ক, মায়ের চরিত্রে রেবেকা রউফ,বাবার চরিত্রে ফিরোজ আলম,বোনের চরিত্রে অভিনয় করেছেন খন্দকার ইশরাত জাহান পুতুল,প্রেমিক চরিত্রে সুজানা মনি,ছাত্র সমন্বয়ক চরিত্রে অভিনয় করেছেন ,মিনু সিং সহ অন্যারা।
এছাড়াও নাটকটিকে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন ঢাকা মেইল ও ডেইলি সান এর ভোলা জেলা প্রতিনিধি মো.ইব্রাহিম আকতার আকাশ, জাগরণী টিভির জেলা প্রতিনিধি মো.রিয়াজ হোসেন শান্ত, দৈনিক সকাল ও বরিশাল প্রতিদিনের জেলা প্রতিনিধি মো.সবুজ ও ক্যামারা পারর্সন মো.পেয়ার ইসলাম নুরুদ্দিন।
২৪ এর অভ্যুথান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যু ও তার শোকাহত পরিবার নিয়ে নাটকটি করা হয়।বিক্ষোভে পুলিশের গুলির সামনে বুক পেতে দেওয়া বীরত্ব লড়াই ফুটে উঠেছে নাটকটিতে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ভোলায় শহীদ আবু সাঈদ নামে নাটকের শুটিং চলছে।
সাম্প্রতিক সংবাদ