সদরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বদলির আদেশ

সদরপুর ফরিদপুর প্রতিনিধি:
সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফয়সলকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।
গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অতিরিক্ত দায়িত্ব ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।
শনিবার সকালে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন।
অফিস আদেশে বলা হয়, প্রজ্ঞাপন জারির ছয় কর্মদিবসের মধ্যে দায়িত্বভার হস্তান্তর করবেন ডা. মোহাম্মদ ওমর ফয়সল। অন্যথায় সপ্তম দিন হতে তিনি সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে।
মোহাম্মদ ওমর ফয়সলের বদলির খবরে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী আনন্দ প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্টাফ বলেন, তাঁর বদলিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সবাই খুশি হয়েছেন।
বদলির বিষয়ে মন্তব্য জানতে মোহাম্মদ ওমর ফয়সলের ব্যক্তিগত নম্বরে বারবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সদরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বদলির আদেশ