সাতক্ষীরায় সিমান্তে পৃথক অভিযানে ১০ পিচ স্বর্ণের বার ও মাদকসহ আটক-১ 

সাতক্ষীরা :
সাতক্ষীরায় সিমান্ত পৃথক অভিযানে ১০ পিচ স্বর্ণের বার ৭ বোতল মাদকসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।  বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সদর উপজেলার ভোমরা ফল মোড় এলাকা ও  কাকডাঙ্গা সিমান্ত থেকে এসব উদ্ধার করা হয়।
আটককৃত চোরাকারবারি মো. সুমন ইসলাম (১৭) সে ভোমরা ইউনিয়নের লক্ষী দাঁড়ি গ্রামের মৃত আব্দুল গফুর গাজী ছেলে।  এ সময় তার কাছ থেকে ১০ পিচ স্বর্ণের বার, ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ২০৪ গ্রাম  যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪০ লক্ষ ৬৬ হাজার টাকা।
 অপর এক অভিযানে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় অভিযান চালিয়ে ৪ বোতল এলএসডি মাদক, ৩বোতল মাদক ও জব্দ করেছে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক প্রেস   বিজ্ঞপ্তিতে সাংবাদিকদেরকে এসব তথ্য জানান।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে ভোমরা সীমান্তের ফলমোড়া এলাকা দিয়ে ভারতে স্বর্ণ  পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল সেখানে অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যে সুমন ইসলাম পায়ে হেটে সীমান্তের দিকে এগিয়ে গেলে বিজিবি তাকে আটক করে। তার শরীর তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেটে কালো স্কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় থাকা ১০টি স্বর্নের বার উদ্ধার করা হয়। এবং কাকডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় অভিযান চালিয়ে ৪ বোতল এলএসডি মাদক, ৩বোতল মাদক জব্দ করা হয়। তবে এ ঘটনার কাউকে আটক করা সম্ভব হয়নি।
আটককৃত স্বর্ণ চোরাকারবারির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সাতক্ষীরায় সিমান্তে পৃথক অভিযানে ১০ পিচ স্বর্ণের বার ও মাদকসহ আটক-১