চট্টগ্রামে বাকির টাকা চাওয়ায় দোকানিকে দায়ের কোপ

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাকির টাকা চাওয়ায় দেলোয়ার নামের এক চায়ের দোকানিকে দায়ের কোপ দিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নাসিরকে (৬০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বুধবার (১৩ নভেম্বর) রাতে আনোয়ারা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আমিরুল ইসলামের নেতৃত্বে একটি টহল টিম উপজেলার বৈরাগ এলাকা থেকে তাকে আটক করে।

আনোয়ারা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার রাত ৭টা ৪০ মিনিটের দিকে বৈরাগের চায়ের দোকানদার দেলোয়ার তার পাওনা টাকা চাইলে নাসির প্রথমে গালিগালাজ করে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দেশিয় অস্ত্র (দা) দিয়ে দেলোয়ারকে কোপ মারে। এসময় দোকানি দেলোয়ার গুরুত্বর আহত হয়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে নাসিরকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, নাসির নামে এক ব্যক্তিকে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। তাকে সকালে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন