২০০৫ সালে ঝালকাঠিতে জঙ্গি হামলায় নিহত বিচারকদের স্মরণে পাবনায় স্মরণ সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি:
২০০৫ সালে ঝালকাঠিতে জঙ্গি হামলায় নিহত দুই বিচারকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পাবনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  পাবনা বিচার বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে জেলা জজ আদালতের সন্মেলন কক্ষে স্মরণ সভায় সভাপত্বি করেন জেলা ও দায়রা জজ এনায়েত কবির সরকার।
স্মরণ সভায় নৃশংস জঙ্গি হামলার নিন্দার পাশাপাশি জঙ্গিবাদ মোকাবেলায় পারিবারিক শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বরোপ করে বিভিন্ন পর্যায়ের বিচারকেরা বক্তব্য দেন।  জেলা ও দায়রা জজ এনায়েত কবির সরকার তার বক্তব্যে বলেন, ভবিষ্যতে যেন আর কোন বিচারক নিরাপত্তাহীনতায় না থাকে তার জন্য সরকারের যা যা করা দরকার সেগুলো দ্রুত নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরো বলেন, বিচারকগণ যেন নিরাপত্তার সাথে বিচার কাজ সম্পন্ন করতে পারে সেজন্য সকল বিচারকদের নিরাপত্তাসহ জেলায় জেলায় আবাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা দরকার। সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এফ এম আহসানুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহমুদ হাসনসহ বিভিন্ন পর্যায়ের বিচারকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জঙ্গি গোষ্ঠির বোমা হামলায় ঝালকাঠি আদালতে কর্মরত সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে এবং এস সোহেল আহমেদ নির্মমভাবে নিহত হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ২০০৫ সালে ঝালকাঠিতে জঙ্গি হামলায় নিহত বিচারকদের স্মরণে পাবনায় স্মরণ সভা অনুষ্ঠিত