শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

সদরপুরে ভ্রাম্যমান আদালতে এক সার ব্যবসায়ীর ১ মাসের কারাদন্ড

ফরিদপুর জেলার বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় এক সার ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল উপজেলার নতুন হলপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল মামুন। অভিযানকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বিএ ডিসির নিয়োগকৃত ডিলার আবুল কাসেম মুন্সী (৬২) নামের এক ব্যাক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন- ২০০৯ এর ৪৬ ধারায় ওজনে কম দিয়ে ডিএপি সার বিক্রি করায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে এবং ২০ মেঃটন (৪শত বস্তা) ডিএপি সার জদ্ব করে গুদাম ঘর সিলগালা করে।
জব্দকৃত সার নিলামে বিক্রি প্রকৃয়াধীন রয়েছে। জানাগেছে, উক্ত ব্যবসায়ী বিএডিসি কর্তৃক নিয়োগকৃত কৃষ্ণপুর ইউনিয়নের সার ও বীজ ব্যবসায়ের ডিলার। বর্তমানে সে সদরপুর ইউনিয়নের নতুন হলপাড় এলাকায় দীর্ঘদিন যাবৎ সারের ব্যবসা করে আসছে। উক্ত ব্যবসায়ী সার বিক্রয়ের সময় ক্রেতাদের সাথে খারাপ আচরনসহ দেখে নেওয়ার হুমকি প্রদান করে। পরে স্থানীয় জনগন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে উক্ত ব্যাবসায়ীকে আটক করে এবং ২০ মেট্রিক টন সার জব্দ করে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় জানান- তিনি কৃষ্ণপুর ইউনিয়নের সারের ডিলার হয়েও সদরপুর ইউনিয়নে ২০২১ সাল থেকে সারের ব্যবসা করে আসছে। যা সরকারী নিয়মনীতির পরিপন্থী।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সদরপুরে ভ্রাম্যমান আদালতে এক সার ব্যবসায়ীর ১ মাসের কারাদন্ড
সাম্প্রতিক সংবাদ