শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

গোপালপুরের কৃতি সন্তান ডাঃ আতিকুল পদোন্নতি পেয়ে অধ্যাপক হলেন

গোপালপুর ,টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলোর ধোপাকান্দি ইউনিয়নের সাফলাবাড়ী গ্রামের কৃতি সন্তান এবং নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আতিকুল ইসলাম অধ্যাপক হিসাবে পদোন্নতি পেলেন। তিনি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সষ্টিটিউটের সহযোগী অধ্যাপক পদে কর্মরত রয়েছেন। ডাঃ আতিকুল ১৯৭০ সালের ১ জানুয়ারী নিজ গ্রামে জন্মগ্রহন করেন। বাবা মোঃ মকবুল হোসেন সাদত সরকারি কলেজের গ্রাজুয়েট এবং একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। আতিকুলরা দুই ভাই দুই বোন।
মাতা ফাতেমা বেগম একজন আদর্শ গৃহিনী। ডাঃ আতিকুল নন্দনপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, সূতি ভিএম পাইলট সরকারি উচ্চবিদ্যালয়, নটরডেম কলেজ এবং সর্বশেষ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে ১৯৯৪ সালে এমবিবিএস পাস করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় থেকে ২০০৩ সালে ডিসিএইচ, ২০০৩ সালে বিসিপিএস থেকে এমসিপিএস এবং ২০১০ সালে ঢাবি থেকে এমডি ডিগ্রি অর্জন করেন। ডাঃ আতিকুল ইসলামের সহধর্মীনী অধ্যাপক ডাঃ শিউলী বেগম এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও অবস ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান। আতিকুল ইসলামের কনিষ্ঠ ভ্রাতা ড. মোহাম্মদ আমিনুল ইসলাম মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশের পর বুয়েট থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করেন। এরপর ইউরোপের সুইডেনের ডার্লানা ভার্সিটি থেকে উচ্চ শিক্ষা নেন। এরপর ডেনমার্ক ডিটিইউ থেকে ডক্টরেট ও পোস্ট ডিগ্রি অর্জন করেন। বর্তমানে এ ভার্সিটিতে এসোসিয়েট প্রফেসর হিসাবে কর্মরত।
ডাঃ আতিকুল নিজ গ্রাম সাফলাবাড়ী-লক্ষীপুরে  ধর্মীয় ও কারিগরী শিক্ষা বিস্তারের জন্য ১৯৯০ সালে একটি শিক্ষা ফাউন্ডেশন স্থাপন করেন। ডাঃ মোঃ আতিকুল ইসলাম ফাউন্ডেশন নামক  এ প্রতিষ্ঠানের মাধ্যমে একটি আধুনিক ও উন্নত মানের আবাসিক মাদ্রাসা পরিচালনা করা হয়। ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর বৃত্তি প্রদান করা হয়। এটি উত্তর টাঙ্গাইলের সব চেয়ে বড় বৃত্তি প্রদান কর্মসূচি।  এতে স্বর্ণপদকপ্রাপ্ত ৩জন সুপার টেলেন্টফুল, ১৮জন টেলেন্টফুল, ৪২জন সাধারন গ্রেড এবং ১০জন টপারসহ মোট ৭৩জন মেধাবী বৃত্তি  পেয়ে থাকেন। ডাক্তার আতিকুল ও শিউলী দম্পতির এক ছেলে এক মেয়ে। মেয়ে শ্রাবনী আনান হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজে এবং ছেলে আহান আয়মান আতিক ধানমন্ডির মাষ্টারমাইন্ডে গ্রেড সিক্সে পড়াশোনা করে। ডাক্তার আতিকুল ঢাকার বিজয় স্মরণীর কিউর স্পেশালাইস হসপিটাল লিঃ, বাংলা মোটরের পদ্মা জেনারেল হসপিটাল লিঃ, ইবনে সিনা ডায়াগনষ্টিক সেন্টার লালবাগ শাখা এবং কাঁটাবনের হোম কেয়ার হসপিটল লিঃ এ চিকিৎসা সেবার সঙ্গে জড়িত।
আতিক-শিউলী দম্পতি অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় নিয়মিত দানখয়রাত করেন। স্কুল কলেজের মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় আর্থিক সহযোগিতাও করে থাকেন। ডাঃ আতিকুল বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সষ্টিউিটের  অধ্যাপক হিসাবে পদোন্নতি পাওয়ায় গোপালপুর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি জয়নাল আবেদীন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গোপালপুরের কৃতি সন্তান ডাঃ আতিকুল পদোন্নতি পেয়ে অধ্যাপক হলেন
সাম্প্রতিক সংবাদ