নেত্রকোণার মদনে কৃষক দলের কর্মী সমাবেশ

 
নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণা মদনে জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে উপজেলা মুক্তমঞ্চে। উপজেলা কৃষক দলের সভাপতি  গোলাম মোস্তফার  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ হান্নানের সঞ্চালনায়, কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খান মিল্কী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আইনজীবী এম এ রফিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি মোঃ নূরুল আলম তালুকদার, পৌর বিএনপি সভাপতি, কামরুজ্জামান চন্দন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাদির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাবেক আহবায়ক আব্দুল হেলিম ভুলু, সাবেক সদস্য সচিব বদরুজ্জামান শেখ মানিক, সাবেক উপজেলা যুবদলের সভাপতি সাইফ আহমেদ সেকুল, বিএনপি নেতা আল মনসুরুল আলম আরিফ,উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির, উপজেলা  ছাত্রদলের সভাপতি, এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক, মোঃ শামীম হাসান প্রমূখ।
কর্মী সমাবেশে কৃষক দলের ৮ টি ইউনিয়ন ও পৌরসভার  বিপুল সংখ্যক কৃষক দল নেতাকর্মী অংশ গ্রহণ করেন। এ সময় বিগত ফ‍্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের স্বীকার কারাবন্দী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তি দাবি জানানো হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * নেত্রকোণার মদনে কৃষক দলের কর্মী সমাবেশ