কেন রেসলার আন্ডারটেকারের গায়ে ফুটবল ক্লাবের জার্সি
ভিডিওটি জেনোয়ার অফিশিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করা হয় গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। শুরুতে ইতালিয়ান শহরটি ওপর থেকে ক্যামেরার ফ্রেমে ধরা হয়। কেমন একটু আলো-আঁধারির মধ্যে শহরটিকে ক্যামেরায় এমনভাবে ধরা হয়, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে! হঠাৎই রাস্তায় জমে থাকা পানিতে কারও পা ফেলার শব্দ, হ্যাট পরে নেমে আসার ছায়া পড়ল সিঁড়িতে। আঁধারের মধ্যে সবুজাভ সেই আলোয় কেমন গথিক হরর সিনেমার গন্ধ।
গতকাল বাংলাদেশ সময় রাত ৯টা ১ মিনিটে জেনোয়ার এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করার পরই ব্যাপারটি পরিষ্কার হয়ে যায়। আন্ডারটেকার! তাঁর গায়ে ইতালিয়ান সিরি আ-এর ক্লাব জেনোয়ার তৃতীয় জার্সি!
প্রতি মৌসুমেই ঘরের মাঠ ও প্রতিপক্ষের মাঠে খেলার দুটি জার্সির পাশাপাশি তৃতীয় আরও একটি জার্সি থাকে ক্লাবগুলোর। জেনোয়ার সেই তৃতীয় জার্সিটাই পরেছেন কিংবদন্তি রেসলার।
৪ বারের ডব্লুডব্লুই চ্যাম্পিয়ন ও একবার রয়্যাল রাম্বলজয়ী সাবেক এ রেসলারকে দিয়ে তৃতীয় জার্সিটি পরিচয় করিয়ে দেওয়ার ব্যাখ্যাও দিয়েছে জেনোয়া। বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘আন্ডারটেকারের মতো চ্যাম্পিয়ন রেসলাররা আছেন বলেই বিনোদন, সংগীত, শিল্প ও খেলাধুলা আরও সমৃদ্ধ হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মে হাতবদল হওয়া ভালোবাসার এই খেলায় রিংয়ে কিংবদন্তিদের মধ্যে দেবতুল্য তিনি।’
গত ২৯ অক্টোবর এক্স হ্যান্ডলে পোস্ট করা একটি ভিডিওতে তৃতীয় জার্সির কিছু অংশ দেখানো হয়েছিল। কালো রঙের এই জার্সির সামনে সোনালি রঙে ব্যাজ ও স্পনসরের নাম লেখা।
ব্রিটিশ গায়িকা ও অভিনেত্রী রিটা ওরা গত মৌসুমে জেনোয়ার জার্সি উন্মোচনের কেন্দ্রবিন্দুতে ছিলেন। সে ধারাবাহিকতায় এবারের মৌসুমে দেখা গেল আন্ডারটেকারকে। গত মৌসুমে জেনোয়ার ১৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রিটা সোনালি রঙের জার্সি পরেছিলেন। ১৮৯৩ সালে যাত্রা শুরু করা জেনোয়া ইতালির সবচেয়ে পুরোনো ফুটবল ক্লাব। ৯ বার তারা ইতালির শীর্ষ লিগ জিতলেও সর্বশেষ সাফল্য ১৯২৪ সালে। এরপর আর লিগ জেতেনি জেনোয়া। এ মৌসুমে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সিরি আ টেবিলে ১৭তম ক্লাবটি। জিতেছে মাত্র ২ ম্যাচ।
ফুটবলের জগতে আন্ডারটেকারের আগমন নতুন নয়। গত ফেব্রুয়ারিতে সৌদি প্রো লিগের ফাইনালে আল নাসর-আল হিলাল ম্যাচের আগে ট্রফি নিয়ে মাঠে ঢুকেছিলেন রেসলিংয়ের রিংয়ে ‘আন্ডারটেকার’ নামে পরিচিতি পাওয়া মার্ক উইলিয়াম ক্যালাওয়ে।