শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আরো দুই আওয়ামী লীগ নেতা আটক

ভূরুঙ্গামারী ,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন (৪০) এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লাভলু মিয়া মিলন (৩৮)।
সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে ভুরুঙ্গামারী থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে। ফারুক হোসেনকে গছিডাঙ্গা গ্রামের জমসের আলী ঝুমুরের ছেলে এবং লাভলু মিয়া মিলনকে দেওয়ানের খামার গ্রামের সোলায়মান হোসেনের ছেলে হিসেবে শনাক্ত করা হয়েছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৪ আগস্ট ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে আটককৃতদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * কুড়িগ্রামের ভূরুঙ্গামারী * মোঃ মেছবাহুল আলম
সাম্প্রতিক সংবাদ