শেরপুরে অধৈভাব বালু উত্তালন বন্ধ রাতভর প্রশাসনের অভিযান

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই ও চেল্লাখালী নদী থেকে অবৈধভাবে  বালু উত্তালন বন্ধ  করে রাতভর অভিযান পরিচালনা করছে নালিতাবাড়ী  উপজেলা প্রশাসন।
রবিবার (১০ নভম্বর) দিবাগত রাত ১১টা থেকে  ভোর ৪টা পর্যন্ত  অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)ও নির্বহিী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা।
উপজেলা প্রশাসন সুত্রেজানা গেছে, চলতি বছর ১৪৩১ সালের ৩০ চৈত্র পর্যন্ত ভোগাই নদীর কালাকুমা, হাতিপাগার, নয়াবিল, ফুলপুর ও মন্ডলিয়াপাড়া পাঁচটি মৌজায় মাত্র ৯ একর ৮২ শতাংশ নদী ইজারা প্রদান করা হয়। অন্যদিক চেল্লাখালী নদীর ইজারা দুটি ভাগে দেওয়া হয়। এর মধ্যে চেল্লাখালী বালুমহাল হিসেবে  বাতকুচি, পলাশীকুড়া, নন্নী, তাজুরাবাদ ও সন্যাসীভিটা মৌজায় ২২ একর এবং বুরুঙ্গা, আন্ধারুপাড়া ও বাইগরপাড়া মৌজায় ১৯ একর ৯ শতাংশ ইজারা দেওয়া হয়। এই বালু মহাল গুলি থেকে বালু উত্তোলনের  অনুমতি পেলেও প্রভাবশালীরা নদীর ত্রিশ কিলামিটার এলাকার মধ্যে যেখানই বালু আছ, সেখান থেকেই অবৈধভাবে বালু উত্তোলন করছে । বর্তমানে  নদীত বালুর মজুদ শেষ হওয়ায় নদীর পাড় ভেঙে ও নদীর তলদেশের মাটি ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত গভীর বোরিং করে  নীচ থেকে  খনিজ সম্পদ সাদা বালু উত্তোলন শুরু হয়েছে। এতে করে নাব্যতা সংকটের পাশাপাশি নদী ভাঙ্গনের ঝুঁকি বাড়ছের। ধংস হচ্ছে নদী, তেমনি ধ্বংস হচ্ছে আশেপাশের স্থাপনা, বাড়িঘর। তাই, অবৈধভাবে বালু উত্তালন বন্ধ করতে রাতভর প্রশাসনের চলে  অভিযান।
অভিযানের আগমন টের পয়ে  বালু উত্তোলনের সাথে জড়িত ব্যাক্তিরা ড্রেজার মেশিন ছেড়ে  পানিতে ঝাপিয়ে পড়ে ও দৌড় পালিয়ে  যায় । রাতভর অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন ভোগাই নদীর উজানে ৩টা বালু বোঝাই ট্রাক ও ১টা এক্সকেভেটর মেশিন জব্দ করে  উপজেলা পরিষদ চত্তরে এনে রাখে।
উপজলা প্রশাসনের হিসেব মতে গত তিন মাসে অভিযান চালিয়ে ১ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায়  করেন । ২ জনকে এক বছরের  কারাদন্ড দিয়েছে, চার জনকে দিয়েছে তিন মাসের  কারাদন্ড । ভেঙ্গেছে ১৫টি ড্রেজার মেশিন এবং ১৩ লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
অভিযানের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ মাসুদ রানা বলেন, ইজারা বর্হিভূত এলাকায় বালু উত্তোলনে আমাদের অভিযান নদীর উজানে  অনেকটা নিয়ন্ত্রনে  এসেছে। এখন ভাটিতে অভিযান শুরু হবে । সরকারি সম্পদ রক্ষার জন্য ভ্রাম্যমাণ আদালতের  মাধ্যমে  জরিমানা ও শাস্তি দওয়া হচ্ছে । এ বিষয়ে তিনি নালিতাবাড়ীর সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * লাল মোঃ শাহজাহান কিবরিয়া