খেলার মাঠে ভবন নির্মানে শিক্ষার্থীদের ক্ষোভ নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে শিক্ষক কে মামলার ভয় দেখানোর অভিযোগ
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঐতিহ্যবাহী স্কুল সরকারি ভিক্টোরিয়া একাডেমী খেলার মাঠ বন্ধ করে ভবন নির্মাণের প্রতিবাদে ফুসে উঠেছে কোমলমতি শিক্ষার্থীরা। এদিকে শিক্ষকদের ভেতরে বিষয়টি নিয়ে মাঠ বন্ধ না করার প্রস্তাব করা হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারীর বিরুদ্ধে এক শিক্ষককে মামলা দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে।
জানাগেছে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমীর একটি ভবন নির্মাণের জন্য ৫ ই আগস্ট এর আগে গত ৩০ এপ্রিল সাবেক সরকারের সময় প্রায় সাড়ে ৯ কোটি টাকা ব্যায়ে একটি ভবনের নির্মানে দরপত্র আহবান করেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
কাজটি পায় মেসার্স মিরন এন্টারপ্রাইজ। সাবেক সরকারের মদদপুষ্ট ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজটি বাস্তবায়নে কার্যাদেশ প্রদান করলেও সরকারি আদেশ অমান্য করে স্কুল ভবনের সামনে একমাত্র খেলার মাঠটি বন্ধ করে সেখানে ভবন নির্মাণের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক গণ জানতে পারেনি। ঠিকাদার প্রতিষ্ঠানকে ভবনের সাইট বোঝাতে গেলে বিষয়টি নিয়ে কোমলমতি শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
এ সময় স্কুল শিক্ষার্থীরা মাঠ বন্ধ করে স্কুলের ভবন নির্মাণের বিরুদ্ধে ১০ নভেম্বর রোববার সকালে মিছিল করে। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করে তারা স্কুল মাঠে ভবন না করে বিকল্প জায়গায় ভবন নির্মাণের অনুরোধ করলেও তারা কোনভাবেই সাইট পরিবর্তন করতে রাজি হয়নি বরং ওই স্কুলের কামরুল ইসলাম নামের এক শিক্ষককে কাজে-বাধা প্রদানের অভিযোগে মামলা জড়ানোর হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক ।
এছাড়া খেলার মাঠ বন্ধ করে জোড় পুর্বক ভবন নির্মাণ করছেন এটা ঠিক না। আর বিগত সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রীর উপর লেখা সংগ্রহীত বই গুলো সরকারি নির্দেশনা থাকার পরও তার সরিয়ে রাখার খেয়াল ছিলনা বলে তিনি জানান।