৬ কেজি ভারতীয় রুপার গহনা আটক
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র হাতে মালিক বহীন ৬ কেজি ১১৫ গ্রাম ভারতীয় রুপার গহনা আটক করেছে।যার আনুমানিক মূল্য (আট লক্ষ আটানব্বই হাজার নয়শত পাঁচ) টাকা।
রবিবার (১১নভেম্বর) দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
সাতক্ষীরা বিজিবি কার্যালয়ের বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তলুইগাছা সীমান্তের চারাবাড়ী এলাকায় নায়েব সুবেদার মো: রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৬ কেজি ১১৫ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করে।যার আনুমানিক মূল্য ৮,৯৮,৯০৫/-(আট লক্ষ আটানব্বই হাজার নয়শত পাঁচ) টাকা।এসময় কোন চোরাকারবারিকে আটকাতে পারেনি বিজিবি।
সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো: আশরাফুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে কলারোয়া থানায় জিডি সাধারন ডায়েরী করে কোর্ট আদেশ গ্রহণ করতঃ উদ্ধারকৃত রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।