কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি নিয়ে সতর্ক বার্তা

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌর বিএনপির অবৈধ কমিটিকে সতর্ক বার্তা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জেলা বিএনপি।
রবিবার (১০ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সলিম উল্ল্যাহ সেলিমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপি’র অনুমোধিত কমিটি ব্যাতিত দলীয় প্যাড ব্যবহার করে কচুয়া উপজেলা ও পৌর বিএনপি নামে কেউ কোন দলীয় কর্মকান্ড পরিচালনা করলে তাহা দলের গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী এবং অবৈধ কমিটি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটির নামে কিছু অবৈধ কার্যক্রম করা হয়েছে। যাহা দলের বিভক্তি ও বিভাজন সৃষ্টি করার সামিল এবং গঠনতন্ত্র পরিপন্থি। এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থেকে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে বৃহত্তর ঐক্য সৃষ্টি করে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানানো হয়। ভবিষ্যতে এ ধরনের দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ড পরিলক্ষিত হলে তাহাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর হিসেবে গন্য করা হবে এবং দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ডের জন্য সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, কুমিল্লা বিভাগ ও কেন্দ্রীয় কার্যালয়ে দপ্তর সম্পাদক বরাবর অবহিতকরণকল্পে অনুলিপি প্রেরণ করা হয়েছে বলে উল্লেখ্য করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, গত ২৯ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কচুয়া উপজেলা বিএনপি’র ৫১ সদস্য ও কচুয়া পৌর বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারন সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত কমিটি অনুমোদিত হয়। ওই কমিটিতে কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক মো: হুমায়ুন কবির প্রধান এবং সদস্য সচিব এ এস এম মনজুর আহমেদ সেলিম। কচুয়া পৌর বিএনপির আহবায়ক মো: হাবিব উল্লাহ হাবিব (ভেন্ডার) ও সদস্য সচিব মো: আমান উল্লাহ আমান। উক্ত জেলা বিএনপি কর্তৃক অনুমোদিত কচুয়া উপজেলা এবং পৌর বিএনপি কমিটি ব্যাতিত অন্য কোন কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি নেই।
জানতে চাইলে কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক মো: হুমায়ুন কবির প্রধান এবং সদস্য সচিব এ এস এম মনজুর আহমেদ সেলিম বলেন, সম্প্রতি কচুয়া উপজেলায় খায়রুল আবেদীন স্বপন সভাপতি ও জাহাঙ্গীর আলম ফারুকী সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন ইউনিয়ন কমিটি ঘোষনা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অন্যদিকে পৌর বিএনপির বিল্লাল হোসেন সভাপতি ও সেলিম পাটোয়ারী সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছে। তারা নিজেদের সাবেক শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের অনুসারী বলে দাবী করেন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি নিয়ে সতর্ক বার্তা