শিরোনাম
চাঁদপুরে যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ   » «    বেনাপোল যশোর রোডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫   » «    ফরিদপুরে ঐতিহ্যবাহী খেজুর গুড় তৈরিতে ব্যস্ত খেজুর গাছীরা   » «    মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম ও রিয়া মনি   » «    পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আবার এলো সেই জাহাজ   » «   

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৭ম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪ উদ্বোধন

আজ রোববার (১০ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ (ধূপখোলা) প্রাঙ্গণে ৭ম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪-এর শুভ উদ্বোধন করা হয়। ক্রীড়া উপ-কমিটি (ফুটবল ও হকি)-এর আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “স্বাস্থ্য রক্ষায় খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নানা সমস্যার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। আমাদের উচিত এই সমস্যার মধ্যেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে খেলাধুলার আয়োজন করা এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ করে দেওয়া।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাঃ আলী নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এটি মানুষের দৃষ্টিভঙ্গি ও জীবনযাপনের মান উন্নত করতে সহায়ক।”
অন্যদিকে, অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, “বিশ্ববিদ্যালয়কে মাদকের প্রভাব থেকে মুক্ত রাখতে এবং শিক্ষার্থীদের ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করতে খেলাধুলার ভূমিকা অপরিসীম।”
৪০টি দল, যার মধ্যে ৩৮টি বিভাগের দল ও ২টি ইনস্টিটিউট অংশগ্রহণ করেছে, এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় ফিন্যান্স বিভাগের মুখোমুখি হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ।
অনুষ্ঠানে ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ ওমর ফারুক, বিভিন্ন বিভাগের টিম ম্যানেজার, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক গৌতম কুমার দাস।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভিনন্দন
সাম্প্রতিক সংবাদ