শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন ১০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মিলনমেলা ও সম্মাননা

 

চাটখিল প্রতিনিধি :

 

বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন ডাঃ মোস্তফা হাজেরা-ফাউন্ডেশন’র ১০ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে, সমাজের বিভিন্ন শ্রেণির পেশার মানুষের উপস্থিতিতে অনাড়ম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটি চাটখিল-সোনাইমুড়ী দুটি উপজেলার সমন্বয়ে পরিচালিত হয়ে আসছে। নোয়াখালী জেলার জয়াগ মহাবিদ্যালয়ের মাঠে ৯ নভেম্বর (শনিবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটিএন নিউজ প্রেজেন্টার আকাশ এহসান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক ক্যাপ্টেন গোলাম কিবরিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের পরিচালক গোলাম মুর্তজা, জয়াগ কলেজে অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যান উপদেষ্টার বিশেষ সহকারী ও ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তুহিন ফারাবী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ, জহিরুল ইসলাম, সমন্বয়ক আরিফুল ইসলাম, বনী ইয়ামিন, ফরহাদুল ইসলাম ও চাটখিল উপজেলা সমন্বয়ক সাইফুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানটি ইসলামি সংগীত, কৌতুক, দলীয় সংগীতের মাধ্যমে উৎসুক জনতা ও অতিথি আপ্যায়নে মাতিয়ে রাখেন।

অনুষ্ঠানটিতে ছিল, প্রবীণ মানুষের মাজে উপহার সামগ্রী বিতরণ, স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত ও আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান, সেরা শিক্ষক, সেরা সামাজিক ব্যক্তি, সেরা ইমাম সহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া সকালে ১০ টা থেকে ১২.৩০ পর্যন্ত দুটি উপজেলার দুটি কেন্দ্রে প্রায় ৫ শতাধিক মাধ্যমিক শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

সংগঠনটি দুই উপজেলার প্রায় ৬ হাজারের অধিক মানুষের উপস্থিতিতে বিভিন্ন রকম আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

সংগঠনটি প্রতিষ্ঠাতা পরিচালক ক্যাপ্টেন গোলাম কিবরিয়া তার বক্তব্য বলেন, আমি চাই এমন সংগঠন পাড়ায় মহল্লায় গড়ে উঠুক। এতে সকলে মানুষের সেবা করার উদ্দেশ্য হিসেবে, মানুষ মানুষের পাশে দাড়ানো সূযোগ তৈরি হবে৷ পৃথিবীতে এমন সংগঠন আছে বলে আমার জানা নেই। ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন সর্বদা মানুষের কল্যানে কাজ করার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * "ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন
সাম্প্রতিক সংবাদ