বাউফলে একই পরিবারের ৫ (পাঁচ) জনকে কুপিয়ে জখম

 

বরিশাল  প্রতিনিধি :

 

জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের ৫  ( পাচ) সদস্যকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
৯/১১/২০২৪ ইং  শনিবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মধু মেম্বারের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়  মধুসূদন দাস, তার মেজ ছেলে অসীম দাস ও ছোট ছেলে আশিস দাস। স্হানীয়রা আহতদের উদ্ধার করে  বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে  উন্নত চিকিৎসার জন্য  বরিশাল শের ই- বাংলা মেডিকেল  কলেজ হাসপাতালে স্থানান্তর  করা হয়।
বর্তমানে হাসপাতালের সার্জারি বিভাগের পুরুষ ১ এ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহতদের মধ্যে আশিষ দাসের অবস্থা গুরুতর।
অভিযুক্তরা হলেন- কালাইয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক রনজিত দাস, তার স্ত্রী কালাইয়া ইউনিয়নের মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাধা রানী দাস ও তার ছেলে বাউফল সরকারি কলেজের সাবেক ভিপি সজিব দাস, কালাইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব দাস, ইউনিয়ন যুবলীগের সদস্য মিঠুন দাসসহ আরো ১০/১২ জন।
মধুসূদন দাসের বড় ছেলে উত্তম কুমার দাস বলেন, ‘আমার কাকাতো ভাইদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। তারি ধারাবাহিকতায় আমার চাচা রঞ্জিত দাস,  তার ছেলে সজীব দাস ও রাজীব দাসসহ স্থানীয় সন্ত্রাসী মিঠুনসহ ১০/১২ জন  পরিকল্পিতভাবে  এই হামলা চালায়। এ সময় তারা রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। পাশাপাশি নারীদের সাথে শ্রীলতাহানি ও তারের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় এখনও মামলা দায়ের না হলেও প্রথমে চিকিৎসা ও পরে আইনগত ব্যবস্থা যাবেন বলে জানান উত্তম কুমার দাস।
রাজীব চন্দ্র দাস মুঠোফোনে বলেন, ‘তাঁদের জমি জবর দখল করে রেখেছে মধু সূধন দাস। এ নিয়ে তাঁর বাবা রনজিৎ দাস কথা বলায় মধু সূধন দাস ও তাঁর লোকজন তাঁর বাবাকে (রনজিৎ) মারধর করে। খবর পেয়ে তাঁরা গিয়ে তাঁর বাবাকে রক্ষা করেছেন। তখন মধু সূধন দাসের লোকজনের সঙ্গে হাতাহাতি হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং আহত ব্যক্তিদের খোঁজখবর নিয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * বাউফলে একই পরিবারের ৫ (পাঁচ) জনকে কুপিয়ে জখম