গংগাচড়া থানা পুলিশের অভিযানে ৩.৫ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও একজন আটক
ক্রাইম রিপোর্টার:
গত ০৮ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ রাত্রি ০৯:৩০ ঘটিকার সময় রংপুর জেলার গংগাচড়া থানার এসআই মোঃ হাসানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারি ইউনিয়নের মহিপুর ব্রিজের উত্তর পার্শ্বে জনৈক মোঃ হাফিজুল ইসলামের চা পানের দোকানের সামনে কাকিনা হতে রংপুরগামী পাকা রাস্তার উপর কাকিনার দিক হতে আসা একটি ব্যাটারিচালিত অটোরিক্সা বিধি মোতাবেক তল্লাশি করে চালকের সিটের নিচে বক্সের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৩ কেজি ৫০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করেন এবং একজন অভিযুক্তকে আটক করেন। আটককৃত অভিযুক্ত রংপুর জেলাধীন গংগাচড়া উপজেলার আনুর বাজার সরকারটারি গ্রামের
মৃত সেকেন্দার আলীর পুত্র মোঃ ওয়াসিম মিয়া (২৮) এর বিরুদ্ধে গংগাচড়া থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। আটককৃত অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।