নওগাঁয় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

নওগাঁতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো গণপ্রকৌশল দিবস ২০২৪ এবং ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে নওগাঁ জেলা শাখার আয়োজনে এবং বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ, নওগাঁ পলিটেকনিক ও ডাইনামিক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদেরকে শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ছোট্ট শিশুদের পরিবেশনায় নৃত্য প্রদর্শিত হয়।

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় জাতীয় পতাকা ও আইডিইবি’র সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, নওগাঁ পৌরসভার প্রশাসক ও উপ-পরিচালক স্থানীয় সরকার এটি এম এ মমিন। তিনি তার বক্তব্যে গণপ্রকৌশলীদের ভূমিকার কথা তুলে ধরে বলেন, “একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দক্ষ প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য। এই দিবসটি শুধু এক আনুষ্ঠানিক উদযাপন নয়; এটি একটি বাস্তব প্রতিজ্ঞা, যা আমাদের কর্মক্ষেত্রে সমতা এবং বৈষম্যহীনতার ধারণাকে আরও বেগবান করবে।” তিনি আরও উল্লেখ করেন যে, কর্মক্ষেত্রে বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার জন্য দক্ষ এবং প্রশিক্ষিত কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভার সভাপতিত্ব করেন আইডিইবি নওগাঁ জেলা শাখার সভাপতি এ কে এম নাজমুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইডিইবি নওগাঁ জেলা শাখা’র সাধারণ সম্পাদক মো. ফেরাউল ইসলাম। তিনি তার বক্তব্যে সংগঠনের লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, “গণপ্রকৌশলীরা দেশের উন্নয়ন ও শিল্পায়নের মূল চালিকাশক্তি। তাদের প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান করা সমাজের দায়িত্ব।” তিনি আরও জানান, কর্মক্ষেত্রে বৈষম্য রোধে আইডিইবি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং এই উদযাপন তাদেরকে নতুন উদ্যমে কাজের প্রেরণা যোগাবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: সাজ্জাদ হোসেন। এছাড়াও আইডিইবি নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মো: শাহাজান, অর্থ সম্পাদক মোহাম্মদ নিজামুল হক এবং বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) নওগাঁ জেলা শাখার আহ্বায়ক তৌশিক সিদ্দিকী সাব্বির, মো. সোহাগ আকন্দ, সদস্য সচিব আবু হোয়াইরা হাসিব, যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা, মোস্তাকিম আলী, সদস্য ওয়াকিল হাসান অনন্ত, ইবতে সাম আল মাহীপ্রমুখ সহ নওগাঁ পলিটেকনিক ও ডাইনামিক পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ও বাকাছাপ নওগাঁ জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা পরিষদ পার্কে গিয়ে শেষ হয়। গণপ্রকৌশল দিবস উদযাপনের মধ্য দিয়ে কর্মক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়, যা ভবিষ্যতে দেশকে উন্নয়নের নতুন স্তরে নিয়ে যেতে সহায়ক হবে।

 

0-0x0-0-0#
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নওগাঁয় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সর্বশেষ সংবাদ