ওসমানীনগরে এনএফএ ফুটবল লীগ’র ফাইনাল খেলা সম্পন্ন

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
ওসমানীনগরে নুনু ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত এনএফএ ৪র্থ ফুটবল লীগ-‘২৪  এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।  আজ ৮ নভেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শুরু হয়। খেলায় ১-০ গোলে ওয়ান্ডার্স ক্লাবকে হারিয়ে মোহামেডান ক্লাব বিজয়ী হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ,উপজেলা জামায়াতের সেক্রেটারি আনহার মিয়া, তাজপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ। উপস্থিত ছিলেন, উপজেলা সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি মো. মুহিব হাসান, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কবির আহমদ, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জমির আহমদ, তাজপুর ইউপি জামায়াতের আমীর মিজানুর রহমান, সেক্রেটারি জাহেদ আহমদ, তাজপুর ইউপি সদস্য খালেদ আহমদ খুকু, নুনু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা আলী আমজদ নুনু প্রমূখ। খেলা শেষে বিজয়ী এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ওসমানীনগরে এনএফএ ফুটবল লীগ’র ফাইনাল খেলা সম্পন্ন