সিস্টেম পরিবর্তন করতে হলে ৬ দফা ঘোষণা করেন

 

স্টাফ রিপোর্টার :

 

শুক্রবার বিকেল নিউ এলিফ্যান্ট রোডে বাংলাদেশ জনতা ঐক্য’র কর্মীসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জনতা ঐক্য’র সভাপতি মো: আরিফুর রহমান।
এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় জনতার জোট ও জাস্টিস এণ্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান  মো: দেলোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে, তিনি বলেন  বলেন  সংবিধান সংস্কার নয় জনগণের অভিপ্রয়ায়ের ভিত্তিতে নতুন গঠনতন্ত্র প্রণয়ন চাই। বাংলাদেশ জনতা ঐক্য’র সভাপতি মো:  আরিফুর রহমান বলেন, কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে ফ্যাসিস্ট রুখা যায়না, এতে করে আরও প্রতিহিংসার রাজনীতি সৃষ্টি হবে।
দেশে গনতন্ত্র ন্যায়বিচার জাতীয় স্বার্থ প্রতিষ্ঠা করতে হলে সিস্টেম পরিবর্তন করতে হবে। এর আলোকে ৬ টি দফা ঘোষণা করেন।  একজন ব্যাক্তি পরপর ,সর্বোচ্চ ২  বার এমপি,২ বার মন্ত্রী,২ প্রধান মন্ত্রী, ইউনিয়ন পরিষদ সদস্য, চেয়ারম্যান, উপজেলা, জেলা চেয়ারম্যান, মেয়র, ২ বার হতে পারবেন।
 নির্বাচন কালীন সরকার সাবেক বিচারপতি,সাবেক সেনা প্রধান, সাবেক সচিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত হবে। যার মেয়াদ হবে সর্বোচ্চ ১৮০ দিন।  সরকারী কমর্কতা – কর্মচারী (১ম ও ২য় শ্রেনী) সহ সংসদ সদস্য, মন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাস্ট্রপতি ( এমপি ও মন্ত্রীর পদমর্যদার সমতুল্য অন্য বাক্তিরাও) বিদেশে কখনোই, কোন ভাবে চিকিৎসা গ্রহন করতে পারবে না।
কোন কারণে যদি বিদেশে চিকিৎসার জন্য যেতে হবেই এমন হলে, তাকে পদত্যাগ করতে হবে এবং তিনি সহ তার পরিবারের কোন সদস্য, বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচনে অংশ গ্রহণ করিতে পারবে না। ( বাবা, মা,  স্ত্রী, ভাই, বোন, ছেলে,মেয়ে) ।
কোন ব্যাক্তির বা তার পরিবারের কোন সদস্যের দ্বৈত নাগরিকত্ব থাকলে,  কখনোই সে কোন স্তরের জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থী হতে পারবে না। ২ দফায় উল্লেখিত ব্যাক্তিরা নিজ ছেলে মেয়ে কে বিদেশে ও দেশের কোন বেসরকারী স্কুলে লেখা পড়া করাতে পারবে না।  দুর্নীতি প্রমানিত হলে, দ্রুততার সাথে কঠিন শাস্তি ও অর্থদন্ড নিশ্চিত করতে হবে । পাশাপাশি দেশে বিদেশে দন্ডিত ব্যাক্তির ও তার পরিবারের অন্য সদস্যদের সম্পদ বায়েজাপ্ত ও ফেরত আনতে হবে। নির্দিস্ট সময় পরপর (২) দফায় উল্লেখিত ব্যাক্তিদের সম্পদের হিসাব নিতে হবে।নতুন রাজনৈতিক দল নিবন্ধন আইন সংস্কার করে, নিবন্ধন পদ্ধতি সহজতর করতে হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সিস্টেম পরিবর্তন করতে হলে ৬ দফা ঘোষণা করেন