জাতীয় পার্টির রাজনীতি কি বন্ধ হচ্ছে?

 

জাতীয় পার্টিকে বয়কটের ডাক গণ অধিকার পরিষদের

 

বড় ধরনের চাপের মুখে পড়েছে জাতীয় পার্টি ৷ দলটি শেষপর্যন্ত রাজনীতি করতে পারবে কি-না, তা নিয়ে দলের নেতারা চিন্তিত ৷ প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, দেশে এখনও কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়নি ৷ কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও শ্রমিক আন্দোলন ‘আওয়ামী ফ্যাসিবাদের’ সহযোগী হিসাবে দলটিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ৷ আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘‘আমরা মনে করি নিষিদ্ধ হবে বিচারের মাধ্যমে ৷ তবে তার আগে আমরা জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছি সরকারের কাছে ৷”

ঘোষণা দিয়ে ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির অফিসে হামলা চালানো হয় ৷ এসময় জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেয়া হয়৷ প্রথম দফায় জাতীয় পার্টির লোকজন ওই হামলা প্রতিরোধ করতে পারলেও দ্বিতীয় দফায় হামলা ও আগুনের সময় ফায়ার সার্ভিসের লোকজনকেও সেখানে আগুন নেভাতে দেয়া হয়নি ৷ আর পুলিশ ছিলো পুরোপুরি নিস্ক্রিয়৷ আর শনিবার জাতীয় পার্টি কাকরাইল এলাকায় সমাবেশ ডেকেও তা প্রত্যাহার করে পুলিশের নিষেধাজ্ঞার কারণে ৷ পুলিশ শনিবার ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ৷ কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও শ্রমিক আন্দোলন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে সমাবেশ করেছে ৷

জাতীয় পার্টি ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে দাওয়াত পেলেও অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার কোনো সংলাপেই তাদের ডাকা হয়নি ৷ আওয়ামী লীগের সহযোগী ১৩ দলও ডাক পায়নি ৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় পার্টিকেও নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে।

এ প্রসঙ্গে আইনের প্রতি শ্রদ্ধার কথা বললেও আসলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানান জাতীয় পার্টির কয়েকজন নেতা ৷ তারা বলেন, ‘‘হামলার প্রতিক্রিয়া, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া দেখে তারা পরের অবস্থান নেবেন ৷”

জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান আখ্যা দিয়ে দলটিকে বয়কটের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদের পরিষদ। রংপুরে দলটির বিভাগীয় সমাবেশ থেকে সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এই ঘোষণা দেন।

রাশেদ খান বলেন, জাতীয় পার্টি বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে। রংপুরের মানুষ এই জাতীয় পার্টিকে আর মেনে নেবে না। রংপুরের মানুষ জাতীয় পার্টিকে বয়কট করেছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণ অধিকার পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলের জাতীয় পার্টির রাজনীতি বন্ধের দাবী দেখে রাজনৈতিক সচেতন মহলে প্রশ্ন তৈরি হচ্ছে- তাহলে কি জাতীয় পার্টির রাজনীতি বন্ধ হওয়ার পথে?

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * জাতীয় পার্টিকে বয়কটের ডাক গণ অধিকার পরিষদের * জাতীয় পার্টির রাজনীতি কোন পথে?