শেরপুরে সামাজিক সংগঠন সেবকের প্রেস ব্রিফ
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে আকস্মিক বন্যা পরিস্থিতিতে বন্যা,কবলিত, ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে গিয়ে জন্ম নেয়া সেবক নামের সংগঠন। ৭ নভেম্বর সকালে বন্যার্তদের সেবায় ‘ সেবক’ সেচ্ছাসেবী সংগঠনের কাযর্ক্রম শিরোনামে শেরপুরের নালিতাবাড়ীতে সেবক কার্যলয়ে অনুষ্ঠিত হয় প্রেস ব্রিফ।
কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপ বন্যায় কবলিত, ক্ষতি গ্রস্থ মানুষের পাশে কাজ করার অভিজ্ঞতা ও সেবকের ভুমিকা,সহযোগিতা সহ আয় ও ব্যায় তুলে ধরেন। তিনি সংক্ষিপ্ত বর্ননায় বলেন, বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর পর বিভন্ন পর্যায়ে দান- অনুদানে ১ লক্ষ ৯১ হাজার ৫১১ টাকা ব্যায় করেছেন। দান অনুদান পয়েছেন ১ লক্ষ ৬২ হাজার ৮৯৫ টাকা।
সেবক কে যারা আর্থিক, মানবিক সহ নানা ভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞা জানিয়ে বলেন, সংগঠন টি বর্নাত মানুষের কাজ করার পর তাদের আরও কাজ করার আগ্রহ ভেড়েছে, সংগঠন টি, স্থানীয় ভাবে, পরিবেশ, নদীরক্ষা,শহর পরিছন্নতা সহ উন্নয়ন কর্মকান্ডে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, কার্যক্রমে সেবক শূন্য ফান্ডে ৯ লক্ষ টাকার ত্রাণ, পূণর্বাসন, কৃষি সহয়তা, চিকিৎসা সেবা সম্পন্ন করেছেন। প্রেস ব্রিফে কৃষিবিদ তুলিপ বলেন,তাকে প্রবাসী সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সহয়তা দিয়েছেন।
তারা রান্নাকরা খাবার, শুকনো খাবার, মেডিক্যাল ক্যাম্প, গৃহ পূণর্বাসন বীজ সহ কৃষি উপকরন বিতরন করেছেন।
প্রেস ব্রিফ অনুষ্ঠানটি শেষে আলোচনা সভায় রূপ নেয়।
আলোচনা বক্তব্য রাখেন তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক,মশিউর রহমান মুছা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব এম এ হাকাম হীরা, সাবেক সভাপতি (প্রেসক্লাব) সামেদুল ইসলাম তালুকদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার সহ সেবক নেতৃবৃন্দ।
বন্যার কারন ব্যাখা করতে গিয়ে নদী শাসনের গল্প উঠে আসে, আলোচনায় বালু উত্তোলন বিষয়ে ঝড় উঠে।
আলোচনায় ভোগাই নদী ইজারা বন্দের দাবী উঠে আসে। বালু উত্তোলনে নদী ক্ষত-বিক্ষত হচ্ছে পরিবেশ মারাত্মক হুমকিতে পড়েছে বলে মন্তব্য উঠে।