অনলাইন ব্যাংকিংয়ের যুগে প্রবেশ করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

 

চবি সংবাদদাতা :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি ) শিক্ষার্থীদের দীর্ঘ দিনের দাবি ছিল অফলাইন ব্যাংক ব্যবস্থা থেকে মুক্তি পাওয়া। সেই দাবি অনুযায়ী সকল প্রকার ফি অনলাইনে দিতে সোনালী ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে চবির নতুন প্রশাসন।
বুধবার (৬ নভম্বর) দুপুর ২ টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন হয়। উদ্যোগটিকে স্বাগত জানিয়ে ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নোমান কবির রাহাত বলেন, বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ের যাবতীয় পাওনাদি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা লাগে। শিক্ষার্থীরা সংখ্যা বেশি হওয়াতে ব্যাংকের ভেতরে করে তীব্র গরমে গাদাগাদি করে আমাদের প্রয়োজনীয় কাজ সারতে হয়। অনলাইন ব্যাংকিং এর যুগে এসেও আমরা সেকেলে নিয়মের বেড়াজালে আবদ্ধ আছি দীর্ঘদিন যাবত। শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে বর্তমান প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানাই।
বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মমিনুল হক বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ফি পরিশোধের মাধ্যম অনলাইন সিস্টেমে নিয়ে আসা। শিক্ষার্থীদের দাবির মুখে বর্তমান প্রশাসন সেটি বাস্তবায়ন করতে যাচ্ছে। এর কার্যক্রম শুরু হলে প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর ভোগান্তি দূর হবে। আমি নিজেও গত ৩০ অক্টোবর ব্যাংকে গিয়ে প্রায় ৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে সেশন ফি পরিশোধ করেছি। সোনালি ব্যাংকের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে চুক্তি করেছে, আশা করি অতিদ্রুত এটি বাস্তবায়ন হবে এবং আমরা এই এনালগ সিস্টেমের ভোগান্তি থেকে মুক্তি পাব।
ফারসি বিভাগের শিক্ষার্থী মোঃ ইব্রাহিম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণের জন্য নতুন প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় বলে আমি মনে করি । সকল প্রকার ফি অনলাইনে পরিশোধের সুযোগ চালু করার জন্য সোনালী ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর আমাদেরর জন্য সময়সাশ্রয়ী এবং সুবিধাজনক হবে । এর ফলে আমরা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না করে সহজেই ফি পরিশোধ করতে পারব, যা আধুনিক প্রযুক্তি ব্যবহারের এক নতুন দিগন্ত উন্মোচন করবে। নতুন প্রশাসনের এই পদক্ষেপ শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন , চবি শিক্ষার্থীদের সকল প্রকার ফি অনলাইনে আদায়ের মাধ্যমে তাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হবে এবং অনেক কষ্ট দূর হবে। শিক্ষার্থীদের কল্যাণে এ চুক্তি করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন এবং ব্যাংক কর্মকতার্দের উদ্দেশ্যে বলেন , অতি দ্রুততম সময়ের মধ্যে এ চুক্তি বাস্তবায়ন করে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের প্রত্যাশিত সেবা পূরণ করতে সক্ষম হবো ।
তিনি আরো বলেন , এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন জনের নিকট থেকে স্ব স্ব ক্ষেত্র প্রযোজ্য বিভিন্ন প্রকার ফি অনলাইন আদায়ের সুবিধার্থে সোনালী ব্যাংকের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চুক্তি স্বাক্ষরিত হলো , তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সকল কাজ গতিশীলতা আনতে সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার আহবান জানান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চবি উপ-উপাচার্য (একাডমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন তাদের অনুভূতি ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এছাড়া সোনালী ব্যাংকের, জেনারেল ম্যানেজার মুছা খান, ডেপুটি জেনারেল ম্যানেজার অলক কুমার , হাটহাজারী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানজার) যাদব চদ্র দাস উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * অনলাইন ব্যাংকিংয়ের যুগে প্রবেশ করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়