নেত্রকোণার মদনে সেনাবাহিনী আগ্নেয়াস্ত্র ও মটরসাইকেল সহ ৩ জনকে আটক করেছে

 

নেত্রকোণা প্রতিনিধি :

 

নেত্রকোণার মদনে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী উপজেলার মদন ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল  উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণ পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোট্রন মিয়া (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)।
মদন সেনা ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর জানান,‘ মাদক ও চোরাচালানের সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে একটি আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল সহ ৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা মাদক চোরাচালানের সাথে তাদের সম্পৃক্ততার কথা প্রাথমিক ভাবে স্বীকার করেছে। তিনি আরও জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
পুুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যাক্তিরা এলাকায় মাদক ও চোরাচালানের কারবার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল মঙ্গলবার ভোরে কদমতলী এলাকায় অভিযান করে। অভিযানে ৩ জনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছে থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি মটরসাইকেল জব্দ করেন। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নেত্রকোণার মদনে সেনাবাহিনী আগ্নেয়াস্ত্র ও মটরসাইকেল সহ ৩ জনকে আটক করেছে
সর্বশেষ সংবাদ