শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

চিলাহাটিতে দিনে-রাতে সরকারি গাছ কাটা ও জমি দখল করছে দুর্বৃত্তরা

ডোমার উপজেলা প্রতিনিধি:
নীলফামারি জেলার  বনবিভাগের অন্যতম একটা এলাকা হচ্ছে চিলাহাটি গোসাইগঞ্জ ফরেস্ট। বড় একটা অংশ জুড়ে বনায়ন করা হয়।
 এর ফলে প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে এই বনটি। কিন্তু বরাবরই এই বনের উপর হুমকি আসে। গাছ কেটে বনকে উজাড় করার মতো অবস্থার সম্মুখীন হতে হয়েছে বনবিভাগকে।
গত ৫ই আগষ্ট গন অভ্যুত্থান এর মাধ্যমে আওয়ামী লীগ এর পতন হবার পড়ে স্থানীয় কিছু মানুষজনের দ্বারায় বনের একটা অংশ দখল হয়ে যায়। তারা দাবি করেন রেকর্ড এর ভিত্তিতে তারা এই জমি পেয়েছে বলে আমাদের প্রতিনিধিকে জানায়।  দিনেরাতে বনের গাছ কেটে উজাড় করে ফেলছে দুর্বৃত্তরা। এর ফলে  চিলাহাটি গোসাইগঞ্জ ফরেস্ট দিনেদিনে হারিয়ে ফেলছে তার নিজস্ব সৌন্দর্য।
এ ব্যাপারে স্থানীয় মানুষজন এর সাথে কথা বললে তারা জানান একটা মহল সরকার পতনের পড়ে ক্ষমতার জোরে এসব কর্মকাণ্ড করছে।
তারা অবিলম্বে এই ধ্বংসের হাত  থেকে চিলাহাটি গোসাইগঞ্জ ফরেস্ট রক্ষা করার জন্য তদন্ত সাপেক্ষে  প্রশাসনিক উদ্যোগ গ্রহণ এর জন্য অনুরোধ জানান।
এ ব্যাপারে বনবিভাগের দায়িত্বশীলদের সাথে কথা হলে তারা জানান, আমরা এ ব্যাপারে বন রক্ষার জন্য  সহযোগিতার ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। তারা এখন পর্যন্ত কোন ব্যাবস্থা গ্রহণ করেনি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * চিলাহাটিতে দিনে-রাতে সরকারি গাছ কাটা ও জমি দখল করছে দুর্বৃত্তরা
সাম্প্রতিক সংবাদ