শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

নজরুল বিশ্ববিদ্যালয়ে ১৮তম আবর্তনের পদচারণা 

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিটি পাবলিকিয়ানের জন্য এটি একটি বিশেষ দিন। সোমবার (৪ নভম্বর) বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মুক্তমঞ্চে ১৮তম আবর্তনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়।সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের আগমনে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল ১১ ঘটিকায় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ইমদাদুল হুদার সভাপতিত্বের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এই প্রতিযোগিতামূলক সমাজে ঠিকে থাকতে আমাদের দক্ষ মানবসম্পদে রূপান্তর হতে হবে। শুধু স্কিল্ড হলেই হবে না, সুপার স্কিল্ড মানব সম্পদে পরিণত হতে হবে।  এই পরিবর্তিত সমাজে আমাদেরকে আরো বেশি দক্ষতা অর্জন করতে হবে। এ দক্ষতা অর্জন না করলে, একটা জাতির অর্থনৈতিক উন্নতি ও অগ্রগতি হয়না। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি বা এর সঙ্গে যুক্ত আছি তাদের এটা মূখ্য দায়িত্ব।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ওরিয়েন্টেশন বক্তা অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভুঁইয়া নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রজন্মে তোমরা যারা আছো, তোমরা অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছো। ফলে রাষ্ট্র তোমাদের থেকে অনেক বেশি আশা করে। মনে রাখবা, তোমার গন্তব্য শুধু  কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নয়, তোমার গন্তব্য শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবী তোমাদের গন্তব্য। তবে এর সবকিছুই নির্ভর করবে তোমাদের পরিশ্রম আর অধ‍্যবসায় এর উপর। জীবনে উন্নতি করার পরিশ্রম এবং মননিবেশের বিকল্প কোন সত্বা নেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।
ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান রায়হানা আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এইচ. এম. কামাল। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * নজরুল বিশ্ববিদ্যালয়ে ১৮তম আবর্তনের পদচারণা
সাম্প্রতিক সংবাদ