বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আবার বাস দুর্ঘটনায় একজনের মৃত্যু
বরিশাল প্রতিনিধি:
বাসের নিচে চাপা পড়ে নিহত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা ফৌজিয়া মিমের মৃত্যুর আহাজারি থামতে না থামতেই আবার সড়কে ঝড়লো এক শিক্ষকের প্রাণ।
৪/১১/২০২৪ ইং সোমবার সন্ধ্যা ছয়টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে খয়রাবাদ সেতুর ঢালে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে ইউনুস বিশ্বাস নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় ইউনুস বিশ্বাস নামে ওই শিক্ষক বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয় কর্মরত এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী।
তার গ্রামের বাড়ি বাউফলের নওমালা ইউনিয়নে। বরিশাল থেকে কাজ সেরে তিনি মোটরসাইকেলে করে বাউফলের উদ্দেশ্যে রওনা দেন, পথিমধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনেপৌছালে বিপরীত দিক থেকে আসা অন্তরা পরিবহন নামের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ইউনুস বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
উল্লেখ্য এই নিয়ে এক সপ্তাহের ভিতরে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর সামনে পরপর তিনজনের মৃত্যু ঘটলো। এর মধ্যে ৩০ শে অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা ফৌজিয়া( মিম), সহ ২ নভেম্বর মোটরসাইকেল দূর্ঘটনার এজজন এবং আজ ৪ নভেম্বর একজন।