ব্রাহ্মণপাড়ায় পোশাক ব্যবসায়ী স্বপন আহাম্মেদ হত্যা মামলায় তিন আসামি গ্রেপ্তার

 

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পোশাক ব্যবসায়ী মো. স্বপন আহমেদ হত্যা মামলায় ওমর ফারুক, রাব্বি ও শামীম নামে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী বাল্লক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. ওমর ফারুক ওই এলাকার মো. হেলাল মিয়ার ছেলে, মো. রাব্বি একই এলাকার মো. সোলেমান মিয়ার ছেলে ও মো. শামীম ওই এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে। এদের মধ্যে ওমর ফারুক ও রাব্বি হত্যা মামলার এজাহারে নাম উল্লেখিত আসামি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার (২ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী রামচন্দ্রপুর (বাল্লক) এলাকার মৃত সুলতান আহামেদের ছেলে মো. স্বপন আহাম্মেদ (৪০) ও মো. তোফাজ্জল হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন সোহেল (৪৫) মোটরসাইকেল যুগে পাশ্ববর্তী বাগড়া বাজারে যাওয়ার পথে মাদক ব্যবসায় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা তাদের উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে স্বপন আহমেদ ও মোফাজ্জল হোসেন সোহেলকে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক স্বপন আহমেদকে মৃত ঘোষণা করেন। এছাড়া চিকিৎসক মোফাজ্জল হোসেনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়ায় শেষে স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করেন। আহত মোফাজ্জল হোসেন সোহেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পরে নিহত স্বপন আহমেদের বড় ভাই মো. আক্তার হোসেন বাদী হয়ে ঘটনার দিন শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় মো. ওমর ফারুক ও মো. রাব্বি সহ শশীদল ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী গঙ্গানগর গ্রামের মৃত তৈয়ব আলীর মোঃ উজ্জল খাঁন (৩২), মোঃ দেলোয়ার হোসেন (৪৫), মোঃ আনোয়ার হোসেন (৪২), মোঃ সালাউদ্দিন (৪০), মোঃ জহির (৩৬), মোঃ রহমত উল্লাহ (৩০), মোঃ আবুল হোসেন (৪৮), মৃত মজনু মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৮), মোঃ রবিউল (২৫), মৃত ইনু মিয়ার ছেলে মোঃ রকিবুল (৩৬), মৃত সিরু মিয়ার ছেলে মোঃ অহিদ (৪৫), মৃত মোকবুল প্রকাশ মুম্বুলের ছেলে মোঃ আউয়াল (৪৭), মৃত রজু মিয়ার ছেলে মোঃ লিটন মিয়া (৪০), মৃত মোকবুল হোসেন (সাবেক মেম্বার) এর ছেলে মোঃ রুবেল (৪৫), মৃত সিরু মিয়ার ছেলে মোঃ শহিদ (৫০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা কৈখলা গ্রামের ফুল মিয়ার ছেলে মোঃ শরিফ (৩২), নয়নপুর গ্রামের মো. শানু মিয়ার ছেলে মোঃ আল-আমিন (৩২) ও কুমিল্লা কোতয়ালী মডেল থানার ছোটরা (পূর্বপাড়া) এলাকার মো. বাবরের ছেলে মোঃ রাব্বি (৩৫) কে নাম উল্লেখ্য করে আসামি করা হয়। এছাড়া এ মামলায় আরও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।
মামলায় উল্লেখ্য করা হয় অভিযুক্ত ব্যক্তিরা অধিকাংশই নিহতদের প্রতিবেশী ও পাশের গ্রামের বাসিন্দা। তারা পূর্ব থেকে এলাকায় মাদক ব্যবসা করে যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করিয়া আসিতেছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, স্বপন আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে ওমর ফারুক ও রাব্বি এজাহার নামীয় আসামি। অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ব্রাহ্মণপাড়ায় পোশাক ব্যবসাী স্বপন আহাম্মেদ হত্যা মামলায় তিন আসামি গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ