শিরোনাম
জামায়াত ইসলামীর প্রতি রিজভী প্রশ্ন: আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন, স্বাধীনতায় আপনাদের ভূমিকা কি ছিল?   » «    শওকত ওসমান: বৈষম্যবিরোধী এবং মানবতার আলোকবর্তিকা   » «    গৃহকর্মীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা   » «    সাদ্দাম হলের অব্যবস্থাপনায় ভোগান্তি শিক্ষার্থীদের   » «    রাজধানীতে বেড়েছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে   » «   

সোলেমান ও তার পরিবারের অত্যাচারে মানুষ অতিষ্ট

 

চাটখিল প্রতিনিধি:

 

বেশ কয়েক বছর ধরে সোলেমান ও তার পরিবারের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে, চাটখিল উপজেলা সড়কে মানববন্ধন করেন।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলা মেইন সড়কে বৃহস্পতিবার বিকেলে সাধারণ মানুষেদের অত্যাচারের প্রতিবাদে উপজেলা সড়কে দাড়িয়ে মানববন্ধন করে সাহাপুর ইউনিয়নের মমিনপুরবাসী।

নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মমিনপুরে চুরি, ডাকাতি, মাদক ও দেহ ব্যাবসায়ী সোলেমান (কানা) ও তার পরিবার মানুষ অতিষ্ট করছে। এলাকা থেকে অপসারণের দাবীতে চাটখিল উপজেলা পরিষদ, চাটখিল থানায় ও এলাকায় মানববন্ধন করে এলাকাবাসী।

এসময় উপস্থিত ছিলেন এলাকার আবদুর রব, হোসেন আহম্মদ,আলি আকব, মো: হেল্লাল,  আব্দুল কাদের, শাহাব উদ্দীন বাবু, মাসুদ, আলমির, কালু মেয়া, সহ এলাকার বিভিন্ন ব্যাক্তিবর্গ।  এলাকাবাসী জানান, এই সোলেমান ও তার পরিবারের জন্য এলাকাবাসী শান্তিতে বসবাস করতে পারছে না। তার এলাকায় চুরি ও দেহ ব্যাবসার দায়ে বিচার হলেও বরাবরই তার অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে। বর্তমানেও  এলাকায় সোলেমান তার পরিবারের সদস্যদের দিয়ে দেহ ব্যাবসা ও চুরি ডাকাতি  করে যাচ্ছে। এতে  করে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেন।

স্থানীয়রা সোলেমান ও তার  পরিবার সহ এলাকা থেকে অপসারণের দাবি জানান। এলাকাবাসী চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ পত্র জমা দেন। দ্রুত আসামীকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।পরবর্তীতে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের  করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সোলেমান ও তার পরিবারের অত্যাচারে মানুষ অতিষ্ট
সাম্প্রতিক সংবাদ