শিরোনাম
জামায়াত ইসলামীর প্রতি রিজভী প্রশ্ন: আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন, স্বাধীনতায় আপনাদের ভূমিকা কি ছিল?   » «    শওকত ওসমান: বৈষম্যবিরোধী এবং মানবতার আলোকবর্তিকা   » «    গৃহকর্মীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা   » «    সাদ্দাম হলের অব্যবস্থাপনায় ভোগান্তি শিক্ষার্থীদের   » «    রাজধানীতে বেড়েছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে   » «   

পবিপ্রবি নিউট্রিশন ক্লাবের নতুন কমিটি গঠন

পবিপ্রবি প্রতিনিধি:

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)  নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের ক্লাব নিউট্রেশন ক্লাব পিএসটিইউ এর নতুন কমিটি গঠিত হয়েছে। এ  কমিটিতে সভাপতি  হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: শাহরিয়ার হাসান আশিক ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন মারুফুর রহমান সিয়াম।
২৯ অক্টোবর, মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে  প্রধান উপদেষ্টা হিসেবে আছেন নিউট্রেশন ও ফুড সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. দিলরুবা ইয়াসমিন ঝর্ণা।
এছাড়াও উপদেষ্টা হিসেবে আছেন নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের প্রফেসর মো: নাজমুল হাসান, সহকারী অধ্যাপক  সুজন কান্তি মালি, সহকারী অধ্যাপক মো: মেহেদী হাসান, সহকারী অধ্যাপক মো: নাজমুল ইসলাম ও সহকারী অধ্যাপক মো: আব্দুল্লাহ আল নোমান। পরামর্শদাতা হিসেবে আছেন ফুড মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক মো: সাজেদুল ইসলাম।
মডারেটর হিসেবে আছেন মো: ফজলে রাব্বি, মোহাম্মদ তাজরিয়ান আবিদ ,মো: খালেদুজ্জামান ও রিয়াজ- উল ইসলাম।
কমিটিতে অন্যান্য যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন সহ সভাপতি মো: সাদাত জামান বিধান, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত মেহজাবিন, তাসফিয়া তাহসিন বুশরা ও ফাইয়াজ মোর্শেদ খান, অর্থ সম্পাদক মো: আজমীর হোসেন খান, উপ অর্থ সম্পাদক মাহমুদুল হোসাইন, কার্য সম্পাদক নাহিদুদ জামান আরাফ, উপ কার্য সম্পাদক জান্নাতুন নাঈম, হিউম্যান রিসোর্স ম্যানেজার ওয়াজিহাতুন নেসা চোধুরী, ডেপুটি হিউম্যান রিসোর্স ম্যানেজার মো: ফজলে রাব্বি ও আব্দুল্লাহ আল নাহিদ,  সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান শান্ত ও শাহরিয়ার কবির, মুদ্রণ ও প্রকাশনা সম্পাদক মো: রেদওয়ান উল্লাহ, উপ মুদ্রণ ও প্রকাশনা সম্পাদক মো: রাকিবুল ইসলাম, কার্য নির্বাহী  সদস্য তোহাফা দিনা, মুসতারিন স্নিগ্ধা, মো: জয় ভাঙ্গী ও  সানজারাহ  তামিম।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * পবিপ্রবি নিউট্রিশন ক্লাবের নতুন কমিটি গঠন
সাম্প্রতিক সংবাদ