সিংগাইরে এক দিনে ২ জনের লাশ উদ্ধার, দু’জনই হত্যার স্বীকার

 

মানিকগঞ্জ প্রতিনিধি :

 

ঢাকার নবাবগঞ্জ থেকে নিখোঁজ হওয়া আবু বক্কর (১৪) অটোরিক্সা চালকের লাশ সকালে ও প্রবাস ফেরৎ নিখোঁজ উজ্জ্বল (৩৫) লাশ বিকেলে উদ্ধার করেছে  থানাপুলিশ।

পুলিশ জানায়, বুধবার (৩০ অক্টোবর) সকাল ৮ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের শান্তিপুর তদন্ত কেন্দ্রের পশ্চিমের চকের ধান ক্ষেত থেকে আবু বক্করের  লাশ উদ্ধার করা হয়। নিহত আবু বক্কর ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মাসাইল গ্রামের আলম মোল্লার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানাযায়,আবু বক্কর গত ২৬ অক্টোবর সকালে অটোরিক্সা নিয়ে বের হয় । ওইদিন  বিকেলে পাড়াগ্রাম এলাকা থেকে সর্বশেষ মায়ের সাথে ফোনে কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে নবাবগঞ্জ থানায়  নিখোঁজের জিডি করেন নিহতের পরিবার। এরই মধ্যে বুধবার সকালে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পশ্চিম পাশে স্থানীয়রা চকের মধ্যে ধান ক্ষেতে লাশ দেখতে পায়। বিষয়টি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকার লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। পরে থানাপুলিশ  লাশ উদ্ধার করেন । খবর পেয়ে নিখোঁজ আবু বক্করের পরিবার এসে লাশ সনাক্ত করেন।

অপর দিকে,বুধবার বিকেল ৪ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ধলেশ্বরী নদীর কাংশা ব্রীজের পশ্চিম পাশে কচুরির পানার ভিতর থেকে প্রবাসী উজ্জ্বল (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত উজ্জ্বল উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামের মো: লোকমান মোল্লার ছেলে।

নিহতের পরিবার জানান, প্রবাস ফেরৎ উজ্জ্বল গত ১২ অক্টোবর দিবাগত রাত নিজ বাড়ি হতে কে বা কারা  ফোনে ডেকে নেয়। পরে তিনি নিখোঁজ হন। স্থানীয়রা বুধবার বিকেলে পাশ্ববর্তী ধলেশ্বরী নদীর পাড় কচুরির ভিতর তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশ খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল ইসলাম  বলেন,লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতদ্বয় গুপ্ত ঘাতকের হাতে খুন হয়েছে। অটো চালক আবু বক্কর  হত্যার ঘটনায় নবাবগঞ্জ ও প্রবাসী উজ্জ্বল হত্যার ঘটনায়  সিংগাইর থানায় হত্যা মামলার  প্রস্তুতি চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * দু'জনই হত্যার স্বীকার * সিংগাইরে এক দিনে ২ জনের লাশ উদ্ধার
সর্বশেষ সংবাদ