নওগাঁয় এইচপিভি টিকা নিবন্ধনে টাকা নেওয়ার অভিযোগ
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে চলমান এইচপিভি টিকা নিবন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে টাকা আদায়ের অভিযোগ ওঠেছে। রানীনগর উপজেলার জলকৈ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার সরকারের বিরুদ্ধে । এতে করে সরকারের শতভাগ টিকা কার্যক্রম নিশ্চিত করনে অনেকটায় ভাঁটা পরতে পারে বলে আশঙ্কা অনেকের। সংশ্লিষ্ঠ সুত্র মতে,স্ব-স্ব বিদ্যালয় থেকেই এবং অনেক ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে বিদ্যালয়ের বাহিরে থেকে নিবন্ধন করছেন শিক্ষার্থীরা। তবে বিদ্যালয়ে টিকা নিবন্ধনে কোন শিক্ষার্থীর নিকট থেকে টাকা নেয়া যাবেনা এমনটি নির্দেশনা থাকলেও উপজেলার জলকৈ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে উল্টো চিত্র দেখা গেছে। স্থানীয়দের মৌখিক অভিযোগের ভিত্তিতে বুধবার বিদ্যালয়ে স্বরেজমিনে গিয়ে জানা যায়, বিদ্যালয়টিতে মোট ৮৪জন ছাত্রীর মধ্যে ৪০জন শিক্ষার্থী টিকা গ্রহনে নিবন্ধন করেছেন। বিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা সরকার,খাদিজা আক্তার,সুচনা সরকার ও দিপ্তী সরকার সহ শিক্ষার্থীরা জানান,এইচপিভি টিকা গ্রহনে তারা নিবন্ধন করেছেন। তাদের অভিযোগ, নিবন্ধনের ক্ষেত্রে বিদ্যালয়ের স্যারেরা প্রতিজনের নিকট থেকে ৫০টাকা করে নিয়েছেন। শিক্ষার্থীরা জানান, টাকা দিতে না চাইলে স্যারেরা বলেছেন সবগুলো বিদ্যালয় থেকেই ৫০টাকা করে নিয়েছে তাই তোমাদেরকেও দিতে হবে। তাই আমরা সবাই ৫০টাকা করে দিয়েছি। জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার সরকার বলেন,আমাদের বিদ্যালয়ে কম্পিউটার নষ্ট হওয়ার কারণে নিবন্ধনের কাজ বিদ্যালয়ে করতে পারছিনা। তাই স্টাফ মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক ৫০টাকা করে নিয়ে নিবন্ধনের কাজ করছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,টিকা প্রদানের নিবন্ধনে শিক্ষার্থীদের নিকট থেকে টাকা না নিতে শিক্ষকদের বলা হয়েছে। তবে যে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি সেখানে বিদ্যালয়ের বাহিরে থেকে নিবন্ধন প্রিন্টের জন্য বড়জোর ১০টাকা করে নিতে পারে। এর বাহিরে অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা নেয়া হবে। ওই বিদ্যলয়ের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন বলেন,বিষয়টি আমার জানা ছিলনা। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে নারীদের জরায়ু মুখে ক্যান্সার (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) প্রতিরোধে সারাদেশে ১০ থেকে ১৪ বছর বয়সি শিশু/কিশোরীদের বিনামূল্যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এই টিকা নিতে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ৯ম শ্রেনী পর্যন্ত ছাত্রীদের নিবন্ধন করতে হচ্ছে। এ ছাড়া মাদ্রাসা,কেজি স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং স্কুল থেকে ঝড়ে পরা শিশু/কিশোরদেরও নিবন্ধন করে টিকা গ্রহন শুরু হয়েছে। গত ২৪অক্টোবর থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ১৮কার্যদিবস পর্যন্ত চলবে। রাণীনগর উপজেলায় মোট আট হাজার ৫০০জনকে এই টিকা প্রদান করা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কেএইচএম ইফতে খারুল আলম খন্দকার।