সদরপুররে আকোটের বাজারে খালে বাঁসের সাকো নির্মাণে ইউপি চেয়ারম্যানের গাফিলতি: জনসাধারণ চরম দুর্ভোগ

স্টাফ রিপোর্টার:
সদরপুরে আকোটেরেরচর বাজারস্থ গুচ্ছগ্রামের শতাধিক বাসির সংযোগের বর্ষা মৌসুমী একমাত্র যাতায়াত বাঁশের সাঁকোটি দীর্ঘদিন ধরে অকেজো পড়ে থাকা ইউপি চেয়ারম্যান আসলাম বেপারীর স্বেচ্ছাচারিতা জনসাধারণ দুর্ভোগ চরম আকার ধারণ করছে।
সরে জমিন দেখা গেছে, আকোটেরচর বাজারচ্ছ শতাধিকগুচ্ছ  গ্রামবাসীরএকমাত্র যাতায়াত অবলম্বন বাশের সাঁকোটি দীর্ঘ তিন চার মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে।গুচ্ছগ্রামবাসীর পক্ষেমৃত্যু সেকচান্দার ছেলে তাঁরা মিয়া বাঁসের সাঁকোটি মেরামতের জন্য সদরপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাবি তুলেন।সেই দাবির পরিপেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মুরাদ আলী ঠাকুরের আকোটেচর ইউপি চেয়ারম্যান আসলাম বেপারীকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসার নির্দেশ অমান্য করে দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান আসলাম বেপারীর আশীর্বাদ পুষ্ঠু আকোটেরের চর নির্বাসি  মৃত্যু ফুলখার ছেলে আইয়ুব আলী সাঁকো নির্মাণে গুড়িমসি করে চলছে।এ ব্যাপার গোসল এ ব্যাপারে গুচ্ছ গ্রামবাসীরপক্ষে মৃত্যুর সেখ খোওয়াজেরছেলে সেক ইউনুস, সেক ইসমাইলের ছেলে আব্দুর রহমান,মৃত কালো মোল্লার ছেলে কুদ্দুস মোল্লা বলেন আমরা বাঁশের সাঁকোটি জন্যআমরা প্রতিকূল পরিবেশে যাতায়াত করে যাচ্ছি, রাস্তাঘাটের জন্য বরাদ্দ থাকলেও আমদের  যাতায়াতের জন্য  বাঁশের সাঁকোটি মেরামতের জন্য বারবার প্রশাসনদের  ধরনা দিয়েও কাজ করছে না।বরং বাঁশের সাঁকোটি কয়েক মাস ধরে  আকোটেচর ইউপি চেয়ারম্যান আসলাম বেপারী দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান আসলাম বেপারীর আশীর্বাদ পুষ্ঠু আকোটেরের চর নির্বাসি  মৃত্যু ফুলখার ছেলে আইয়ুব আলী সাঁকোটি নির্মাণে গুড়ি মসি  করছে।পূর্বের ওকেজোবাঁশের সাঁকোটি পুনঃনির্মাণ  না করে সেটি খুলে নিয়ে যায়।
এ ব্যাপারে আউয়ুব আলী খানকে  সাঁকোটিমেরামত না করে কিভাবে ভেঙ্গে ফেললেন,তিনি সঠিক উত্তর দিতে পারেনি। এ ব্যাপারে আকোটের চর ইউপি চেয়ারম্যান আসলাম বেপারীকে পূর্বের সাঁকোটি মেরামত না করে কেন ভেঙ্গে ফেললেনতিনি সঠিক উত্তর দিতে পারেনি তিনি দ্রুত সময়ের মধ্য বাঁশের সাঁকোটি  নির্মাণের উদ্যোগ নেবেন বলে তিনি জানান। তিনি আরোওজানান, পূর্বের কিছু বাঁশছিল এটা ভুল বোঝাবুঝিহয়েছিল  এদের দীর্ঘ সময় লেগেছে, এখন দ্রুত সময় সাঁকোটিমেরামত করা হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন