ঘোড়াঘাটে আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ঘোড়াঘাটে আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে পৌরশহরের কে,সি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে পৌর বিএনপির আয়োজনে জেলা ও উপজেলা দল নিয়ে প্রথম দিনে এই ফুটবল খেলায় বগুড়া গাবতলি একাদশ ও ঘোড়াঘাট শ্যামপুর একাদশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।
খেলার প্রথমার্ধে বগুড়া গাবতলি একাদশ ১ গোলে এগিয়ে গেলেও খেলার দ্বিতীয়ার্ধে শ্যামপুর একাদশ সমতা ফিরিয়ে আনে এবং ১-১ গোলে খেলা শেষ হয়। পরে তা ট্রাই বেকারে গড়ায়। ট্রাই বেকারে শ্যামপুর একাদশ ৫ -৩ গোলে বগুড় গাবতলি একাদশকে পরাজিত করে।
এর আগে পৌরবিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অথিতি হিসাবে খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুল রহমান রাজা, থানা অফিসার ইনচার্জ (ওসি) নামজুল হক, পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাফুজার রহমান লাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল-মামুন সরকার ও ফরিদ আলম। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক সজিব কবির, সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক গোলাম রব্বানী, সদস্য সচিব আজিজুল রহমান,যুগ্ম আহবায়ক বিশাল খান, পৌর ছাত্রদলের আহবায়ক রেজবী আহমেদ রকি, ছাত্রনেতা ইমরানসহ আরও অনেকে। খেলা দেখতে মাঠে বিপুল পরিমাণ দর্শক সমাগম ঘটে।