মধুপুরে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

 

মধুপুর  প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুরে ২০০৬ সালের রক্তাক্ত ২৮ আক্টোবর ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ অক্টোবর) বিকালে কুড়াগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়াগাছা ইউনিয়ন শাখার উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাজী মাওলানা হুমায়ুন কবির এর সভাপতিত্বে এবং অধ্যাপক গোলাম মোস্তফার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, জেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বুরহানুল ইসলাম, উপজেলা আমীর অধ্যাপক আব্দুল কাদের, উপজেলা ও পৌর সাংগঠনিক আমীর মাওলানা রিদওয়ানুল্লাহ খান, মাও. আব্দুর রশিদ, মাও. লোকমান হোসেন, মাও. ডা. জোয়াদ আলী, ডা. আব্দুল মান্নান, শিবির সভাপতি ইমরান হোসেন, ছাত্র সমন্বয়ক সোহেল রানা, মোহসিন প্রমুখ।
আলোচনা শেষে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মধুপুর উপজেলা কর্ম পরিষদ সদস্য হাফেজ মাও. এবি এম সিদ্দিকুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, পালালেন কেন, সাহস দেখিয়ে বাংলাদেশেই থাকতেন। তাতে আ. লীগের জন্য মঙ্গল হত। জামায়াতে ইসলামী পালায় না। শহীদ হলেও দেশে থাকতো।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মধুপুরে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ