আওয়ামী পন্থী ডা. আনিসকে অপসারণের দাবিতে মানববন্ধন 

সাকলাইন যোবায়ের:
কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের প্রধান ডা. আব্দুল বাকি আনিস ও  তার সমর্থিত  প্যানেল বাতিল এবং  কুমিল্লার স্বাস্থ্য ব্যবস্থায় তাদের অবাঞ্চিত  ঘোষণার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ  এবং হাসপাতালের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে  ছাত্র জনতা ও চিকিৎসক সমন্বয়করা। রোববার (২৭ অক্টোবর) দুপুরে কুমিল্লা নগরীর বারপাড়ায় কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থী ও সমন্বয়করা
বলেন,ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে  ষড়যন্ত্রমূলক ভাবে বিগত স্বৈরাচার সরকাীের দোসররা  পরিচালনা পর্ষদে ঘাপটি মেরে বসে আছে। তাদেরকে বাতিল করে কুমিল্লার স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে হবে।
আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে ডা তাহসীন বাহার সূচনা এর একক প্রভাবে স্বৈরাচারি প্রথায় পরিচালিত হতো। বিগত ১৪ বছর যাবত অত্র প্রতিষ্ঠানে নির্বাচনের নামে অবৈধভাবে সিলেকশন প্রথায় বাহারের প্রতিনিধিদের গভার্নিং বডির আসনে বসানো হতো এবং সাধারণ শিক্ষার্থীদের থেকে এক রকম অনিয়মতান্ত্রিক উপায়ে শিক্ষা নির্যাতন চালানো হতো। যার ফলশ্রুতিতে দেখা যায়, বিগত দিনে বিএমডিসি নিয়ম অমান্য করে অতিরিক্ত ক্লাশের অযুহাতে শিক্ষার্থীদের থেকে করোনাকালীন সময়ে ৬০ মাসের অধিক বেতন আদায় করা হয়।  এছাড়াও, হাসপাতাল ব্যবস্থাপনার নামে নানারকম উপায়ে স্বৈরাচারের দোসর কুমিল্লার স্বাস্থ্যখাতে শ্যাডো বাহার নামে পরিচিত কুমিল্লা বিএমএ ও স্বাচিপ কুমিল্লা আওয়ামীপন্থি চিকিৎসক সংগঠন এর সভাপতি ডা আব্দুল বাকি আনিসের নির্দেশে অত্র প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থী ও সেবা প্রত্যাশী অসহায় মানুষদের থেকে সেবার নামে হরিলুট করা হতো, অথচ অত্র প্রতিষ্ঠানের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকরা ন্যূনতম সম্মানীভাতা/প্রণোদনাটুকু প্রদান করা হতো না।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আওয়ামী পন্থী ডা. আনিসকে অপসারণের দাবিতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ