শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

কাঠালিয়ায় নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
কাঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামে নিখোঁজের একদিন পর ডোবায় মিলল এক নারীর মরদেহ। মৃত নারীর নাম শিউলি আক্তার(২৬)।তিনি উপজেলা সদরের কাঠালিয়া গ্রামের ব্যবসায়ী মধু মোল্লার মেয়ে। সে একজন মৃগী রোগী ছিলেন। আজ রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা সদরের পশ্চিম আউরা আকন বাড়ীর একটি ডোবা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে  জানা যায় , গত শনিবার (২৬ আক্টোবর) বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুজির পর রোববার সকালে পার্শ্ববর্তী উত্তর আউরা গ্রামের জাহাঙ্গীর  আকনের বাড়ীর পাশের একটি ডোবায় ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে বাড়ীতে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া
থানার ওসি মং চেনলা জানান, শিউলী আক্তার মৃগী রোগী ছিলেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় পারিবারিক ভাবে লাশ দাফন করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মশিউর রহমান রাসেল
সাম্প্রতিক সংবাদ