তারুণ্যের নলছিটির সভাপতি খালেদ সাইফুল্লাহ, সম্পাদক মাহফুজুর রহমান
স্টাফ রিপোর্টার:
নলছিটি উপজেলার তরুণদের নেতৃত্বে প্রতিষ্ঠিত ও পরিচালিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্যের নলছিটি” আজ তাদের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দিয়েছে। ২০২০ সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় প্রতিষ্ঠিত এই সংগঠনটি তরুণদের আত্মোন্নয়ন, মানবিক কাজ, এবং সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে।
সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহাবুব তালুকদার, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাত, কোষাধ্যক্ষ মিরাজুর রহমান, দপ্তর সম্পাদক লিমন হোসেন, সমাজকল্যাণ সম্পাদক সোলাইমান কবির শান্ত, যুব ও ক্রীড়া সম্পাদক ওসমান গনি রেসানী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সানজিদা আক্তার।
তারুণ্যের নলছিটি, যার যাত্রা শুরু হয়েছিল কোভিড-১৯ মহামারির চ্যালেঞ্জের মধ্য দিয়ে, বিগত চার বছরে নলছিটি উপজেলার সামাজিক ও শিক্ষামূলক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছে। অর্ধশতাধিক ইভেন্ট আয়োজনের মাধ্যমে সংগঠনটি প্রায় এক হাজার মানুষের সরাসরি সহায়তা প্রদান করেছে এবং সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে উপজেলার সহস্রাধিক নাগরিকের কাছে। এর পাশাপাশি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ সংগঠনটি উপজেলায় সামাজিক ও শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য বিশেষ সম্মাননাও অর্জন করেছে।
নতুন কার্যনির্বাহী কমিটি ভবিষ্যতে আরও ব্যাপক কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে কাজ করবে এবং নলছিটি উপজেলায় তরুণদের সামাজিক দায়বদ্ধতার চেতনা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সেবামূলক কাজ পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করছে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি তাদের নেতৃত্ব, ভবিষ্যৎ পরিকল্পনা ও যুব উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করছে।