আবারও ফিরে আসছে জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিআইডি

 

টানা ২০ বছর ধরে ১৫৪৭টি পর্ব সম্প্রচারিত হয়েছে ভারতীয় জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘সিআইডি’র। শেষবার ২০১৮ সালের ২৭ অক্টোবর এই ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচার হয়েছিল।

তবে সুখবর হচ্ছে আবারও ফিরে আসছে জনপ্রিয় এই টেলিভিশন সিরিজ। কেন ৬ বছর পর নির্মাতারা আবারও ফিরিয়ে আনল ‘এসিপি প্রদ্যুম্ন’, ‘দয়া’ এবং ‘অভিজিত কে?  জানা গেছে, নেপথ্যে রয়েছে  ধারাবাহিক ঘিরে সব মহলের দর্শকের  আগ্রহ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সিআইডি নির্মাতাদের পক্ষ থেকে এ শো-এর কিছু ঝলক দর্শকমহলের কাছে  প্রকাশ করা হয়েছে।

এক  ঝলক দেখামাত্রই হইচই শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ লিখলেন, ‘ছোটবেলা ফিরে এল’  আবার  একজন লিখলেন, ‘উত্তেজনার পারদ চরমে। শৈশবের স্মৃতি উস্কে দিল এই ঝলক।

জানা গেছে, চলতি বছরের নভেম্বরে শুরু হয়ে যাবে ‘সিআইডি’ নতুন সিজনের শুটিং। এইমুহূর্তে চলছে প্রি-প্রোডাকশনের কাজ।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে শুরু হয় বিপি সিংহ পরিচালিত সিআইডি। এই সিরিয়ালে এসিপি প্রদ্যুম্নর চরিত্রে অভিনয় করেন শিবাজি সত্যম। দয়ার চরিত্রে অভিনয় করেছিলেন দয়ানন্দ শেঠি। এক সময় এই সিরিয়াল থেকে ধারাবাহিক জগতের একাধিক তারকাও উঠে আসেন।

এসিপি প্রদ্যুম্ন, দয়া এবং অভিজিৎ ত্রয়ীর জনপ্রিয়তা আজও অটুট। এবারেও এই ধারাবাহিকের ওই ত্রয়ীর পাশাপাশি দেখা যাবে নরেন্দ্র গুপ্তা, হৃষীকেশ পাণ্ডে, অংশা শায়েদ প্রমুখ অভিনেতাকে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আবারও ফিরে আসছে জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিআইডি
সর্বশেষ সংবাদ