শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

আফগানিস্তানের বিপক্ষে যে সিরিজটি খেলব সেখানে কোচ হিসেবে  থাকবেন মুশতাক

 

বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে দীর্ঘমেয়াদি চুক্তি শেষ হবার পর এখন খণ্ডকালীন দায়িত্ব পালন করছেন মুশতাক আহমেদ। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজদের নিয়ে কাজ করা এই পাকিস্তানি কচ, আগামী মাসে বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাত সফরেও থাকবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান শাহরিয়ার নাফিস জানান, ‘নভেম্বরে আমরা আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে যে সিরিজটি খেলব সেখানে কোচ হিসেবে  থাকবেন মুশতাক ।

সেখান থেকে পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে যাবেন কি না জানতে চাইলে তিনি জানান, ‘তাঁর সঙ্গে আমরা প্রতিটি সিরিজ ধরে চুক্তি করে এগোচ্ছি। আপাতত আফগানিস্তান সিরিজ পর্যন্তই আলোচনা হয়েছে।

 

সর্বশেষ পাকিস্তান সফরে খণ্ডকালীন হিসেবে কোচ  ছিলেন মুশতাক। তবে বাংলাদেশ দলের ভারত সফরে ছিলেন না মুশতাক।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আফগানিস্তানের বিপক্ষে যে সিরিজটি খেলব সেখানে কোচ হিসেবে  থাকবেন মুশতাক
সাম্প্রতিক সংবাদ