শ্রীমঙ্গলে ৪ আসামী গ্রেফতার
মৌলভীবাজার প্রতিনিধি:
শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ০৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল জনাব আনিসুর রহমান মহোদয়ের তদারকীতে এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) একটি বিশেষ অভিযান পরিচালনা হয়।
এসআই সুব্রত চন্দ্র দাস,এসআই জাকির হোসেন, এসআই শহিদুল ইসলাম,এএসআই মোঃ নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-৬৮/২১ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামী:
১)শুক্কুর মিয়া।
২) জীবন মিয়া,উভয় পিতা-মোঃ আব্দূল মালেক ওরফে খালেক মিয়া,সাং-শাপলাবাগ আ/এ,থানা শ্রীমঙ্গল,জেলা- মৌলভীবাজার।
জিআর ২৫৪/২১ (শ্রীঃ) এর ওয়ারেন্ট ভূক্ত আসামী ৩) যতন দাস,পিতা-মৃত স্বদেব দাস,সাং-খেজুরীছড়া চা বাগান,(কলেজ লাইন),থানা শ্রীমঙ্গন,জেলা-মৌলভীবাজার এবং সিআর-১৫২/২৩ (শ্রীঃ) এর ওয়ারেন্ট ভূক্ত আসামী।
৪) পাখি বেগম,পিতা-আব্দুল মালেক,সাং-শাপলাবাগ,থানা শ্রীমঙ্গন,জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।