ভূরুঙ্গামারীতে ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, আহতদের পরিবারের মামলা, চারজন গ্রেপ্তার

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন ভূরুঙ্গামারী উপজেলার উত্তর তিলাই এলাকার মৃত কমল উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (৪৩)। গত ২৩ অক্টোবর ভূরুঙ্গামারী থানায় এই মামলা (মামলা নং: ১৭) দায়ের করা হয়।

মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে এবং আরও ২২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মামলার পরিপ্রেক্ষিতে দেওয়ানের খামার এলাকার আওয়ামী লীগের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মুকুল, আব্দুর রহিম (৬০), আশরাফুল আলম (৩০), এবং শাহিন আলম (১৭) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ভূরুঙ্গামারী থানা পুলিশ আদালতে পাঠিয়েছে।

এদিকে, ভূরুঙ্গামারী থানার দায়িত্ব কর্মকর্তা আশরাফুল আলম বলেন, “আহতদের পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিগগিরই সকল অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আহতদের পরিবারের মামলা * চারজন গ্রেপ্তার * বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন * ভূরুঙ্গামারীতে ছাত্র আন্দোলনের মিছিলে হামলা
সর্বশেষ সংবাদ