শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

মহেশপুরে দেড় শতাধিক পরিবারের মাঝে হুইল চেয়ার সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতারণ

 

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:

তুরস্ক স্কলার, শিক্ষাবিদ, আন্তজার্তিক সম্পর্ক ও মানবাধিকার গবেষক আল আমিন ইমনের উদ্দোগে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন ও আশপাশের বিভিন্ন গ্রামের অসহায় শাররীক প্রতিবন্ধিদের মাঝে ৫০টি উন্নত মানের হুইল চেয়ার, নারী কর্মস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষে ৭০টি সেলাইমেশিন ও দেড় শতাধিক পরিবারের মাঝে খাদ্যদব্য ও নগদ ৭লক্ষ টাকা বিতারণ করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার সময় ফতেপুর ইউনিয়নের ছামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলহাজ¦ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তুরস্কেও বিশিষ্ঠ শিল্পপতি তাহসিন এজাম, বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন মানবাধিকার গবেষক আল আমিন ঈমন। মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খান,  সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হবি, সাংবাদিক সরোয়ার হোসেন প্রমুখ ।

প্রধান অতিথি তার বক্তব্যে তুরষ্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পক্ষ থেকে সালাম ও ভালোবাসা জানান, তিনি বলেন আমরা এখানে এসেছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য । মুসলমান  একে অপরের ভাই। একজন মুসলমান আর একজন মুসলমানের বিপদের সময় দূরে চলে না যায়। তিনি ফিলিস্তিন মজলুম ভাইবোনদের অত্যচার করা হচ্ছে বলে বক্তব্য দিতে যেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন । এবং বলেন মজলুমদের পক্ষে দুনিয়ার একমাত্র ব্যাক্তি কথা বলছেন সেটি হলো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। মুসলমান যদি মারামারি নিয়ে ব্যস্ত থাকে তাহলে আমাদের উন্নতি হবে না। তিনি এই দেশের মানুষকে খুব ভালবাসেন সেই জন্য বারবার তিনি এ এলাকায় আসতে চান । এ সময় এলাকার মানুষ তাকে ও তুরস্কের প্রেসিডেন্টকে ভালোবাসেন বলে হাত উচু করে সালাম জানান। উল্লেখ্য আল আমিন ইমন তুরস্ক সরকারের পক্ষ থেকে তুরস্কে উচ্চ শিক্ষারত তুরস্কের ইতিহাসে প্রথম কোন বিদেশি হিসাবে জতিসংঘ সদরদপ্তরে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ে তুরস্কের ইয়ুথ আ্যম্বাসেডর হিসাবে প্রতিনিধিত্ব করে বক্তব্য রাখার সুযোগ লাভ করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মহেশপুরে দেড় শতাধিক পরিবার
সাম্প্রতিক সংবাদ