মৌলভীবাজারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

 

মৌলভীবাজারে বিভিন্ন দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।   বৃহস্পতিবার (১৭ অক্টোবর ২০২৪) বিকেলে জেলার শ্রীমঙ্গলে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- এজিএম অ্যাডমিন জনাব ক্লিংটন তালুকদার। এজিএম ইলেকট্রিশিয়ান জনাব সাকিব হোসেন। এছাড়াও মৌলভীবাজার জেলার পল্লী বিদ্যুতের অন্য কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা অপকর্ম-দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন। তাদেরকে সঠিক বিচারের আওতায় আনতে হবে। পল্লী বিদ্যুতের সেবা জনগণের কাছে নিরবিচ্ছিন্নভাবে প্রদানে তাদের দাবি-দাওয়া বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন তারা।

এ সময় দুই দফা দাবি ও নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে হয়রানি করা ও পল্লী বিদুৎ খাতে অস্থিরতা, পল্লী বিদ্যুৎ সংস্কার ও রাষ্ট্র সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করায় বিআরইবির দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানানো হয়।

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবিসমূহের ও বিআরইবি কর্তৃক কর্মকর্তাদের ওপর বিভাগীয় শাস্তি ও মামলা বন্ধ না করলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বিআরইবি ঘেরাও, ঢাকা লংমার্চ করে তাদের অধিকার আদায় করবেন বলে জানান তারা।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মৌলভীবাজারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা
সর্বশেষ সংবাদ