মা ইলিশ রক্ষায় হিজলায় মৎস্য বিভাগের অভিযান জোরদার

 

বরিশাল প্রতিনিধি:
মা ইলিশ রক্ষায় হিজলার বিভিন্ন নদীতে  মৎস্য বিভাগের অভিযান জোরদার। হিজলা উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশগ্রহণ করা অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন  সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজীব রায়, এবং ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ।
১৭/১০/২০২৪ ইং বুধবার রাতভর হিজলা উপজেলা সংলগ্ন বিভিন্ন নদীতে মৎস্য বিভাগের এই অভিযান পরিচালিত হয়। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার জন্য ৩৪ জন জেলেকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ জাল ও মাছ জব্দ করে। নৌ পুলিশের একটি দল অভিযানে সহায়তা করেন।
হিজলা উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, আটককৃত ৩৪ জন জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়। এদের মধ্যে ৮ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এবং ২৪ জনকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় বিতরণ করা হয় ও আটককৃত জালগুলো পুড়িয়ে ফেলে বিনষ্ট করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মা ইলিশ রক্ষা * মোবাইল কোর্ট * হিজলায় মৎস্য বিভাগের অভিযান জোরদার
সর্বশেষ সংবাদ