কমলগঞ্জে এক চা-শ্রমিক যুবকের আত্মহত্যা

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের চা -শ্রমিক দিপক বৈদ্য ওরপে চান্দু বৈদ্য (২৮) নামের এক যুবক বাঁশ ঝাড়ের বাঁশের সাথে গলায় বেড়ার জাল জড়িয়ে আত্মহত্যা করেছে।
আত্মহত্যাকারী আলীনগর ইউনিয়নের ইটাখলা গ্রামের রামাদার বৈদ্যের ছেলে। রামাদার বৈদ্যে শুক্রবার (১৮ অক্টোবর) সকালে মুঠোফোনে জানান,’গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৬ ঘটিকায় ইটাখলা গ্রামের ফুটবল মাঠের ইসকন মন্দিরের পাশে বাঁশ ঝাড়ের বাঁশের সাথে লাইলোনের জাল দিয়া ফাঁস লাগানো অবস্থায় ছেলেটাকে পাওয়া যায়’।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ নিহত চান্দু বৈদ্যের লাশ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তবে দিপক বৈদ্য ওরপে চান্দু বৈদ্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে না আত্মহত্যা করেছে এ নিয়ে এলাকায় ব্যাপক জল্পনা কল্পনা চলছে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়,’দিপক বৈদ্য ওরপে চান্দু বৈদ্য গত বুধবার (১৬ অক্টোবর) রাতের খাবার শেষে তার পরিবারের সকলেই  ঘুমিয়ে পড়ে। সে সারা রাত ঘরে আসে নাই। মাঝে মধ্যে সে বাগানের চোলাই মদ পান করত। সকালে পরিবারে লোকেরা ঘুম থেকে উঠে শুনতে পায় দিপক বাঁশ ঝাড়ের বাঁশের সাথে লাইলোনের জাল দিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে’।
কমলগঞ্জ থানার এসআই জিয়াউল হক বলেন, আলীনগর চা বাগানে দিপক বৈদ্য ওরপে চান্দু বৈদ্য নামের এক যুবক বাঁশ ঝাড়ের বাঁশের সাথে গলায় লাইলোনের জাল দিয়ে আত্মহত্যা করেছে। নিহত যুবকের মরদেহ সকালে উদ্ধার করে লাশ ময়নাতদন্ত করার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কমলগঞ্জে এক চা-শ্রমিক যুবকের আত্মহত্যা
সর্বশেষ সংবাদ