সদরপুরে ড্রেজার দিয়ে বালু কাটার অপরাধে ৩ মাসের কারাদণ্ড
সদরপুর ,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু কাটার দায়ে এক বালু ব্যবসায়ী কে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে কর্তব্যরত নির্বাহী ম্যাজিট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া মাদ্রাসা ঘাট থেকে শেখ হায়দারের পুত্র শেখ হাসান (৩৫) নামের এক বালু ব্যবসায়ী কে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (২০১০) এর ৫ এর ১ ধারা লঙ্ঘন করার অপরাধে গ্রেফতার করা হয়।
জানাযায়, শেখ হাসান দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে নদী, খাল, বিলসহ বিভিন্ন জায়গা থেকে আইন লঙ্ঘন করে ড্রেজার দিয়ে বালু কেটে আসছিলো। বালু কাটার বিষয়ে তার বিরুদ্ধে অনেক আগে থেকেই এলাকাবাসী অভিযোগ জানিয়ে আসছে। সেইসব অভিযোগের ভিত্তিতে বালু কাটা অবস্থায় তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।